কালুরঘাট দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন, সাময়িক বরখাস্ত চার রেলকর্মী

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১০:১০
ছবি: পিআইডি

ঢাকা, ৬ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর ট্রেনের ধাক্কায় সংঘটিত দুর্ঘটনার তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রাথমিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে চার রেলকর্মীকে।

বরখাস্তকৃতরা হলেন, পর্যটক এক্সপ্রেস ট্রেনের দায়িত্বে থাকা গার্ড সোহেল রানা (হেডকোয়ার্টার, চট্টগ্রাম), লোকোমাস্টার গোলাম রসুল (টি নং-৫৩০), সহকারী লোকোমাস্টার আমিন উল্লাহ (টি নং-৭২৩) এবং অস্থায়ী গেটকিপার (টিএলআর) মাহবুব।

অন্যদিকে, তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তার নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন, ডিএমই (লোকো), চট্টগ্রাম; ডিভিশনাল ইঞ্জিনিয়ার-১ এবং বিভাগীয় চিকিৎসক, পাহাড়তলী, চট্টগ্রাম।

উল্লেখ্য, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি গত ৫ জুন রাত ১০টায় চট্টগ্রামের কালুরঘাট সেতু পার হওয়ার সময় সিগন্যাল অমান্য করে কতিপয় যানবাহন ব্রিজে উঠে পড়লে ওই দুর্ঘটনা ঘটে। এতে শিশুসহ বেশ কয়েকজন নিহত হন। আহতরা চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসধীন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০