লাগামহীনভাবে প্লাস্টিক পণ্যের উৎপাদন ও ব্যবহার বন্ধের আহ্বান 

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ২০:০৪
ছবি: সংগৃহীত

ঢাকা, ৬ জুন, ২০২৫ (বাসস) : পরিবেশ আন্দোলন কর্মীরা লাগামহীনভাবে প্লাস্টিক ও পলিথিন পণ্যের উৎপাদন ও ব্যবহার বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, এসব পণ্য পরিবেশ ও জনস্বাস্থের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠেছে।

তারা বলেন, প্লাস্টিক দূষণ এখন শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্যেরও হুমকি। এই সংকট মোকাবিলায় সামাজিক সচেতনতা, সরকারি পদক্ষেপ এবং বিকল্প ব্যবস্থার দিকেই এগোতে হবে। অবিলম্বে প্লাস্টিক ও পলিথিন পণ্যের নিয়ন্ত্রণ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ঠেকাও  প্লাস্টিক, ঠেকাও দূষণ’- স্লোগান নিয়ে আয়োজিত এক মানব বন্ধনকর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। 

এনভায়রনমেন্ট প্রটেকশন ফোরাম এর উদ্যোগে যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) ও উদয়ন বাংলাদেশ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আইন ও মানবাধিকার গবেষক এবং পরিবেশকর্মী তাহমিনা রহমান বলেন, প্লাস্টিক দূষণের ছোবলে আমাদের পরিবেশ বিপন্ন। পরিবেশ অধিদপ্তর ও মন্ত্রণালয়ের পরিসংখ্যান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের কি কি করণীয়। 

লাগামহীনভাবে প্লাস্টিক ব্যবহার পরিবেশের জন্য ভয়াবহ হুমকি এ কথা উল্লেখ করে তিনি এসময় ‘ঠেকাও প্লাস্টিক, ঠেকাও দূষণ’ স্লোগানের সঙ্গে একাত্ম হয়ে সবাইকে পরিবেশ রক্ষায় সচেতন হবার আহবান জানান।

এনভায়রনমেন্ট প্রটেকশন ফোরাম এ দিবস পালন উপলক্ষে বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, খুলনা ও বরিশাল জেলাতেও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, এনডিএফ চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা ও উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুব্বুস, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আকবর হোসেন, তিস্তা রক্ষা আন্দোলনের সমন্বয়ক ফরিদুল ইসলাম এবং গ্লোবাল ল’ থিংকার সোসাইটির নির্বাহী সামস এবং বিভিন্ন সামাজিক ও পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা।

মানববন্ধনে পলিথিন-প্লাস্টিকের উৎপাদন বন্ধ, বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করা, নীতিমালা প্রণয়নসহ পলিথিনের বিকল্প পণ্য উৎপাদনে সংশ্লিষ্ট সবার সহায়তা চেয়ে উদ্ভুত পরিস্থিতি থেকে উত্তরণের দাবি উপস্থাপন করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০