জুলাই-আগস্টের শহিদদের স্মরণে পশু কুরবানি দিলেন ড. মঈন খান

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১৬:৩৪
ছবি : বাসস

ঢাকা, ৭ জুন, ২০২৫ (বাসস) : জুলাই-আগস্টে নিহত সকল শহিদদের স্মরণে পশু কোরবানি দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আবদুল  মঈন খান।

আজ শনিবার সকালে ঘোড়াশাল পৌর ঈদগাঁহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জুলাই-আগস্টে নিহত সকল শহিদদের স্মরণে গরু কোরবানি দেন ড. মঈন খান।

এছাড়া সামর্থ্য অনুযায়ী জুলাই-আগস্টে নিহত শহিদদের স্মরণে পশু কোরবানি দেওয়ার জন্য বিএনপি’র নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন তিনি।

এসময় মঈন খান বলেন, ‘বালাকোটে জিহাদ করতে গিয়ে অনেকেই শহিদ হয়েছেন। মুশরিক, ব্রিটিশ ও ইহুদি এই ত্রিমুখী শক্তির মোকাবেলা করেছিলেন সেই মুজাহিদেরা। তারা জিহাদ ও কোরবানির মতো ত্যাগের  যে চেতনা ও উজ্জীবনা সৃষ্টি করে গেছেন, তা কেয়ামত পর্যন্ত মুমিনদের জন্য অনুপ্রেরণার স্মারক হয়ে থাকবে।’

তিনি আরো বলেন, ‘ঠিক একইভাবে গণতন্ত্র ফিরিয়ে আনতে ও ফ্যাসিস্ট শেখ হাসিনার কবল থেকে দেশকে বাঁচাতে নিজের বুকের তাজা রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছেন ২০২৪ সালের জুলাই-অগাস্টের শহিদরা। এই ত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক নতুন চেতনার দৃষ্টান্ত তৈরি করেছে। তাঁরা দেশের মানুষের জন্য যে উজ্জীবনা সৃষ্টি করে গেছেন, তা বাংলার মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।’

এসময় মঈন খান আরও বলেন, ‘পবিত্র ঈদুল আজহার এই দিনে আমরা যেভাবে পশু কুরবানি দিয়ে ত্যাগের মহিমায় নিজেদের উজ্জীবিত করি। ঠিক একইভাবে এই ত্যাগ থেকে শিক্ষা নিয়ে এবং জুলাই-আগস্টে নিহত শহিদদের আত্মত্যাগের কথা স্মরণে রেখে দেশে সততা ও ন্যায় প্রতিষ্ঠার রাজনীতি করতে হবে।’

আমাদের মনে রাখতে হবে ন্যায় ও সততা ব্যতীত পৃথিবীর কোনো দেশ উপরে উঠতে পারে না।

তিনি জানান, অন্যায়কারী এবং অন্যায়-অপরাধের পরিকল্পনাকারীদের ফ্যাসিস্ট হাসিনার পতন থেকে শিক্ষা নেয়া উচিত। তিনি শুধু ক্ষমতা ছাড়তে বাধ্য হননি, একমাত্র বোনকে নিয়ে দেশ ছেড়েও পালিয়েছেন। অপরাধীদের এভাবেই পালাতে হয়। স্বৈরশাসক যতই ক্ষমতাধর হোক তাদের পতন নিশ্চিত। 
এসময় পলাশ উপজেলা বিএনপি’র সভাপতি এম এ সাত্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল,  সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন,  ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০