ঈদের দিনে বগুড়ায় শহীদ পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ২১:২৯
ছবি: বাসস

বগুড়া, ৭ জুন, ২০২৫ (বাসস): ভবিষ্যতে মিছিল ও ভাঙচুর নয়, জনসেবা দিয়েই রাজনীতিতে এগিয়ে যেতে হবে বলে  মন্তব্য করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন। ঈদুল আজহার দিন আজ শনিবার বগুড়ায় শহীদ পরিবারের  সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘উন্নত বিশ্বেও একসময় সংগ্রাম হয়েছে। কিন্তু এখন সেখানে মিছিল-মিটিং বা ভাঙচুর নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই উপলব্ধি থেকেই ‘আমরা বিএনপি পরিবার’ সেল গঠন করেছেন।’

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে আন্দোলনে নিহতদের পরিবারের খোঁজখবর রাখা, আর্থিক ও মানবিক সহায়তা প্রদান এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতেই এই সেল কাজ করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলবে।

আজ শনিবার বিকেলে তিনি শহরের বেজোড়া-ঢাকন্তা গ্রামে ২০১৩ সালে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা আবু ইউসুফের বাড়িতে যান। সেখানে তিনি শহীদ ইউসুফের বাবা আব্দুর রাজ্জাকের হাতে সহায়তার অর্থ তুলে দেন এবং তার মায়ের সঙ্গেও কথা বলেন।

পরে তিনি চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ফোরকান, কমর উদ্দিন ও মাহফুজুর রহমানের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন।

এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন—‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী এবং রংপুর বিভাগের সমন্বয়কারী সাংবাদিক কালাম আজাদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০