কাঁচামাল ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলায় একজন রিমান্ডে

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১২:০১

ঢাকা, ৯ জুন ২০২৫ (বাসস): রাজধানীর মিরপুরের রূপনগরে কাঁচামাল ব্যবসায়ী মো. শাহ আলম হত্যা মামলায় আসামি আবু সাঈদ মোড়লকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

গত শনিবার রূপনগর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২০ মার্চ রাতে রূপনগরের মিল্কভিটা মোড়ে তরমুজ বিক্রি করছিলেন শাহ আলম। সে সময় স্থানীয় মিল্টনের অনুসারী আবু সাঈদ, জিলানী, মানিক, জুম্মান, শরীফ, আমিনুল, ইয়াছিন, সাগর, গনিসহ ৩০ থেকে ৪০ জন রায়হান নামে এক ব্যক্তিকে টেনে হিঁচড়ে রূপনগর থানার সামনে বস্তি ক্লাবে নেওয়ার চেষ্টা করে।

শাহ আলম এ ঘটনার প্রতিবাদ করলে হামলাকারীরা রায়হানকে ছেড়ে দিয়ে তার ওপর সংঘবদ্ধভাবে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

পরবর্তীতে তাকে পঙ্গু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ইসলামিয়া ব্যাংক হাসপাতালে স্থানান্তর করা হয়। ইসলামিয়া ব্যাংক হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী লাবনী আক্তার বাদী হয়ে রূপনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০