আগামী রোজার আগেই যেন ভোট হয় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:১৪
বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। ফাইল ছবি

লক্ষ্মীপুর, ১০ জুন, ২০২৫(বাসস) : বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী রোজার আগেই যেন ভোট হয় বিবেচনার দাবী রাখছি।

গতকাল সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি’র প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

স্থানীয় ইউনিয়ন বিএনপি’র সভাপতি এইচ এম আজাদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন-জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, শাহ মো.এমরান, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

এ্যানি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এপ্রিলে নির্বাচনের কথা বলেছে। এপ্রিল মাসে ভোট হলে পুরো রোজার মাসে নির্বাচনী কার্যক্রম ও প্রচারণা বাস্তবতা বিবর্জিত।

বিবেচনার দাবী রাখছি রোজার আগেই যেন ভোট হয়। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে গেছেন আমরা গণমাধ্যমে দেখেছি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত হতে পারে। যদি হয় জনগণ খুশি হবো। গণতন্ত্র ও বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এই বৈঠক জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি’র এ নেতা।

এ্যানি বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শকে ধারণ করে আমরা চলছি। এই সংগঠনটাকে আর জিয়া পরিবারকে দেশের মানুষ এমনভাবে গ্রহণ করেছে যা অন্য পরিবারকে গ্রহণ করেনি। জিয়া পরিবার ছাড়া বাংলাদেশের অন্য কোনো পরিবার এতো দরদ ও ভালোবাসা নিয়ে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করেনি। বরং উল্টোটা করেছে।

এ্যানি বলেছেন, স্বাধীনতার পর রক্ষী বাহিনীর অত্যাচার দূর্ভিক্ষ ও দুঃশাসনের কথা মানুষ ভুলেনি। গত ১৭ বছরের ফ্যাসিস্ট হাসিনা কিভাবে দেশ শাসন করেছে, কিভাবে ভোট করেছে, ভোট দিতে দেয়নি, ভোটার করেনি, জোর করে ক্ষমতা দখল করেছিল। সেই অত্যাচার নির্যাতন এখনো জ্বাজ্জল্যমান। আজকে ফ্যাসিস্ট পালিয়ে গেছে কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে বলেও উল্লেখ করেছেন এ্যানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০