জুলাই শহীদ ওয়াসিম এর কবর জিয়ারত করেছেন সালাহউদ্দিন আহমেদ

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:২০
ছবি : বাসস

ঢাকা, ১০ জুন, ২০২৫(বাসস) : জুলাই শহীদ ওয়াসিম আকরাম এর কবর জিয়ারত করেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে একথা বলা হয়েছে। গতকাল সোমবার সালাহউদ্দিন আহমেদ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন।

জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরাম এর কবর জিয়ারত করার সময় শহীদ ওয়াসিম এর স্বজনরা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এসময় সালাহউদ্দিন আহমেদ বলেন, শহীদের মৃত্যু নেই। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ইতিহাসে অমর হয়ে থাকবে শহীদ ওয়াসিম। ওয়াসিম দেশের গণতন্ত্রের জন্য তার জীবন উৎসর্গ করে গেছেন। এসময় শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের আবেগাপ্লুত হতে দেখা যায়। সালাহউদ্দিন আহমেদ তাদের সান্ত্বনা দেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম। ১৬ জুলাই বেলা ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম শহীদ হন।

চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি চকবাজার এলাকার একটি মেসে থাকতেন।

মৃত্যুর আগের দিন ওয়াসিম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। পোস্টটিতে তিনি লিখেছেন, ‘সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে আমার প্রাণের সংগঠন। আমি এই পরিচয়েই শহীদ হবো।’

এর ঠিক ১৬ ঘণ্টা পরই শহীদ হলেন ওয়াসিম আকরাম। চট্টগ্রামের প্রথম শহীদ। জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নিবেদিতপ্রাণ নেতা ও কর্মী। কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজার এলাকার প্রবাসী শফিউল আলমের মেঝ ছেলে।

ওয়াসিমের বাবা মধ্যপ্রাচ্যের কাতারে একটি কোম্পানিতে চাকুরি করেন। পিতামাতার ৫ সন্তানের মাঝে ওয়াসিম দ্বিতীয়। সবাই গ্রামের বাড়িতে থাকেন। বড় ভাই মহিউদ্দিন চাকুরি করেন। ছোট আরো এক ভাই ও দুই বোন পড়াশোনা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০