দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত: এরশাদ উল্লাহ

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ১৯:৫০
ছবি: বাসস

চট্টগ্রাম, ১০ জুন, ২০২৫ (বাসস): দেশবিরোধী যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদ উল্লাহ। 

মঙ্গলবার (১০ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই-বিপ্লব স্মৃতি হলে মহানগর বিএনপির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ উল্লাহ বলেন, ‘অতীতের মতোই বিএনপি রাজপথে থেকে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গত জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর গণ-অভ্যুত্থানের সময়েও বিএনপি রাজপথে সক্রিয় ছিল এবং উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে পরাজিত অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি দেশের পক্ষের সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করুন, তাদের পাশে থাকুন এবং জনগণকে সম্পৃক্ত রাখুন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়, তবে বিএনপি অবশ্যই বিজয়ী হবে।’

নগর বিএনপির আহ্বায়ক বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে পলাতক স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এক সময়ের মাফিয়া সরকার জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতা আঁকড়ে ধরে দেশকে বিশ্ব-দরবারে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার অপকৌশলে লিপ্ত ছিল।’

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান ও বৈশাখী টেলিভিশনের ব্যুরো চিফ গোলাম মওলা মুরাদের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। 

আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, অ্যাডভোকেট আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, সফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াসিন চৌধুরী লিটন, মঞ্জুরুল আলম মঞ্জু।

সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন পিপলস ভিউ’র সম্পাদক  ওসমান গণি মনসুর, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নাঈম, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম সেলিম, ওয়াহিদ জামান, সাইফুল ইসলাম শিল্পী, এনাম হায়দার, এমরান এমি, ইভান মীর প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০