জনগোষ্ঠীকে দক্ষতার সঙ্গে গড়ে তুললে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ২০:৩০
ছবি: বাসস

পটুয়াখালী, ১০ জুন, ২০২৫ (বাসস): পটুয়াখালীতে এক গণসংবর্ধনা ও তারুণ্য সমাবেশে বক্তারা বলেছেন, নতুন এই দেশের  জনগোষ্ঠীকে শিক্ষা ও দক্ষতার সঙ্গে গড়ে তুলতে পারলে, দেশ উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে যাবে।

তারা আরো বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র, শিক্ষক, তরুণ, যুবক ও শ্রমিকরা জীবনবাজি রেখে আমাদেরকে এই নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। 

আজ উপজেলার বাউফল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আরো বলেন, একটি জাতি গঠনে শিক্ষার্থীদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ছাত্র-ছাত্রীদের মেধার যথাযথ মূল্যায়ন করা হলে, তারা জীবনে সাফল্য বয়ে আনবে।

বাংলাদেশ জামায়তে ইসলামী কেন্দ্রীয়  কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন,  শিক্ষার্থীদের দেওয়া এ সম্মাননা আজকের অর্জন নয়। এই  ক্রেস্ট শুধু একটি ক্রেস্ট নয়, আমরা  এই ক্রেস্টকে তোমাদের জন্য কাঁধে বোঝা হিসেবে চাপিয়ে দিচ্ছি। কারণ এ বোঝা তোমাদের জন্য আরো বেশি লেখাপড়া করে, নিজেদেরকে তৈরি করার প্রেরণা হিসেবে কাজ করবে।

বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বাংলাদেশের জনগোষ্ঠীকে যদি কাজে লাগানো যায়, কারিগরি শিক্ষায় শিক্ষিত করা যায় ও গবেষণাসহ নানা কাজে তাদের মেধার মূল্যায়ন করা হয়, তাহলে উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছাতে এই দেশের পাঁচ বছরের বেশি সময় লাগবে না।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. লিমন হোসাইন। 

এ সময় ৭ হাজার ৩০০ কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, ব্যাগ, টি-শার্ট,  নোটবুক, কলম ও বইয়ের সেট পুরস্কার দেওয়া হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০