দল যাকে  মনোনয়ন দিবে তার পক্ষেই সকলকে কাজ করতে হবে : মুহম্মদ মুনির হোসেন

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১৭:৩২
ছবি: বাসস

পটুয়াখালী, ১১ জুন, ২০২৫ (বাসস): বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে দল যাকে  মনোনয়ন দিবে তার পক্ষেই সকলকে কাজ করতে হবে।

জেলার বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের কলতা ও হোগলা গ্রামে আজ দলীয় অফিস উদ্বোধনকালে  তিনি এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় মুনির হোসেন আরও বলেন, অফিস হচ্ছে দলের মূল কেন্দ্র। এখান থেকেই স্বচ্ছতার ভিত্তিতে দল পরিচালনা করা হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে দাবি জানান তিনি।

দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়. এমন কোনো কার্যক্রমে দলের কোন নেতা-কর্মীকে জড়িত না হতে সকলকে সতর্ক করেন তিনি। 

এ সময় তিনি আরও বলেন, আমার দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষেই কাজ করবো। দলের বাহিরে যাওয়ার  কেনো সুযোগ  নেই। সকলকে এটি ধারণ করতে হবে, মেনে চলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কনকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ফোরকান।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনকদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০