র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি ও মাদক কারবারিসহ ৮ জন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১৭:৪৭

চট্টগ্রাম, ১১ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম ও ফেনীতে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার পাঁচ  আসামি ও তিন মাদক কারবারিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। অভিযানে ২৭ কেজি গাঁজা ও ১৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

আজ বুধবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ৯ ও ১০ জুন চট্টগ্রাম নগর এবং ফেনী জেলার বিভিন্ন স্থানে পাঁচটি পৃথক অভিযান চালানো হয়। এতে হত্যা মামলার পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- বিএনপি নেতা মীর আরমান হোসেন হত্যা মামলার সন্দেহভাজন মো. সাকিব, যাকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। লালমনিরহাট জেলার একটি হত্যা মামলার প্রধান আসামি মোছা. মনসুরা আক্তার মনি ও মোছা. মাহফুজা আক্তার চাঁদনীকে গ্রেপ্তার করা হয়েছে নগরের হালিশহর এলাকা থেকে। বরগুনা জেলার হত্যা মামলার আসামি মো. হানিফ সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে বন্দর থানা এলাকা থেকে, আর নোয়াখালী জেলার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রফিক ওরফে রফিক উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে ফেনী জেলা থেকে।

একই সময়ে নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় মাদকবিরোধী অভিযানে তিন মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. ইউসুফ, মো. রমজান ও মো. ইয়াছিন। তাদের কাছ থেকে ২৭ কেজি গাঁজা ও ১৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০