সুন্দরবনে প্রাণ-প্রকৃতি রক্ষায় ড্রোনের ব্যবহারে মিলছে সুফল

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১৪:২১
ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের অভ্যন্তরে । ছবি : বাসস

বাগেরহাট, ১৪ জুন, ২০২৫(বাসস) : ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনে বন্যপ্রাণী শিকার, নিষিদ্ধ সময়ে মাছ আহরণ বন্ধ করাসহ প্রাণ-প্রকৃতি রক্ষায় ড্রোন প্রযুক্তির ব্যবহার শুরু করেছে বন বিভাগ।

ঈদ উল আযহার ছুটিতে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের আওতাধীন শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের আকাশে আধুনিক প্রযুক্তির ড্রোন উড়িয়ে বন অপরাধ পর্যবেক্ষণ শুরু হয়।

গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে বাঘ হরিণসহ বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুমে সব নদ-নদী খালে মাছ ও মধু আহরণ এবং দেশী-বিদেশী পর্যটক প্রবেশ নিষিদ্ধ রয়েছে। ড্রোন ব্যবহার করে এসব পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ধরা পড়ছে বন অপরাধীরা।

সুন্দরবন বিভাগ জানায়, ড্রোন প্রযুক্তির ব্যবহারের সুফল মিলতে শুরু করেছে। বৃহস্পতিবার  বিকালে চাঁদপাই রেঞ্জের ঝাপসী বন টহল ফাঁড়ির আওতাধীন গহীন অরণ্যের বয়ারশিং ও শিসা খালে ড্রোন উড়িয়ে দুটি নৌকাসহ কয়েকজন জেলেকে শনাক্ত করা হয়। এরপর সুন্দরবনের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অনুপ্রেবেশকারী জেলেরা দুটি নৌকা ফেলে গহীন অরণ্যে পালিয়ে যায়। নৌকা দুটিতে তল্লাশি করে বনে প্রবেশ নিষিদ্ধ সময়ে আহরণ করা বিপুল পরিমাণ মাছ ও একটি বিষের বোতল জব্দ করে বনরক্ষীরা। অবৈধ উপায়ে এই বনে মাছ আহরণ করতে ঢোকা এসব জেলেকে ধরতে এখন চিরুনি অভিযান শুরু করা হয়েছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো.রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বাসসকে জানান, ঈদ উল আযহার ছুটি থেকে প্রথমবার পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের আকাশে আধুনিক প্রযুক্তির ড্রোন উড়িয়ে বন অপরাধ পর্যবেক্ষণ করা হচ্ছে। এতে সুফলও মিলেছে। তবে নিষিদ্ধ সময় শেষ হবার পর খালে বিষ দিয়ে মাছ আহরণ ও চোরা শিকারিদের তৎপরতা বন্ধ রীতিমতো কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। 

সুন্দরবন সন্নিহিত এলাকার যেসব মৎস্য আড়ৎদার দাদন দিয়ে দরিদ্র জেলেদের হাতে কার্টুন ভর্তি বিষের বোতল তুলে  দিচ্ছে তাদের চিহ্নিত করা ও এসব আড়ৎদারের  মাছ ল্যাবে পাঠিয়ে টেষ্ট করে কঠোর আইনগত ব্যবস্থা নিলেই বিষ দিয়ে মাছ আহরণ নিয়ন্ত্রণে আসবে বলেও জানান এই বন কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
পিআরের উদ্দেশ্য হলো ‘যদি কিছু পায়’: বিএনপি নেতা সালাহউদ্দিন
নীলফামারীতে চীনের উপহারের হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি ইসির
সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জনকে আইনি সহায়তা
১০