একাত্তর ও জুলাই অভ্যুত্থানের হত্যাকারীদের বিচার দৃশ্যমান করতে হবে : ওয়ার্কার্স পার্টি

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ২১:৪৮
ছবি : বাসস

ঢাকা, ১৪ জুন, ২০২৫ (বাসস): বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেছেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যারা হত্যাকান্ড ঘটিয়েছে, যারা জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকান্ড ঘটিয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। বিচার দৃশ্যমান করতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটা গণতান্ত্রিক সংগ্রাম, শ্রমজীবী মেহনতি মানুষের লড়াই, গণ অধিকারের লড়াই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লড়াই, জাতীয় সম্পদ রক্ষার লড়াইয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গড়ে উঠেছে গত ২১ বছর ধরে। এই লড়াইয়ে আমাদের অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন, প্রাণ হারিয়েছেন। পাশাপাশি এই লড়াইয়ে আমাদের অসংখ্য মামলা মোকদ্দমার শিকার হতে হয়েছে।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে হাতেগোনা যে কয়েকটি দল রাজপথে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সেখানে অন্যতম। ২০২৩ সালের ২৮ নভেম্বরের পরেও যখন অনেকে পুলিশের ভয়ে রাজপথে নামার সাহস পাননি তখনও আমরা বুক চিতিয়ে রাজপথে দাঁড়িয়েছি। আমরা বলেছিলাম এই ফ্যাসিবাদকে আমরা বিদায় দেব এবং সেই কথা আমরা রক্ষা করেছি। জুলাই গণ অভ্যুত্থানেও আমাদের নেতাককর্মীরা মাঠে থেকেছেন, আহত হয়েছেন, প্রাণ দিয়েছেন। গণ অভ্যুত্থানের অর্জন যেকোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, আমরা আশা করবো এই জুন জুলাই মাসের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাজগুলো সম্পন্ন করবেন। এবং জুলাই সনদে যেন সকল রাজনৈতিক দল আমরা স্বাক্ষর করতে পারি সে ব্যাপারে আপনারা কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। যে কাজ আপনাদের হাতে আছে তা করতে কোনোভাবেই একমাসের বেশি লাগার কথা না।

এ সময় তিনি একাত্তর থেকে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানান।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন দলটির রাজনৈতিক পরিষদের সদস্য মোফাজ্জেল হোসেন মোশতাক, আনসার আলী দুলাল, আবু হাসান টিপুসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
পিআরের উদ্দেশ্য হলো ‘যদি কিছু পায়’: বিএনপি নেতা সালাহউদ্দিন
নীলফামারীতে চীনের উপহারের হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি ইসির
সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জনকে আইনি সহায়তা
১০