এডিআর-এ অসচ্ছল বিচার প্রার্থীদের ১,৪৮,২২৭ মামলা নিষ্পত্তি

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১২:২৫

॥ দিদারুল আলম ॥

ঢাকা, ১৫ জুন, ২০২৫ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর অধীনে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-এর উদ্যোগে অসচ্ছল বিচার প্রার্থীদের ১ লাখ ৪৮ হাজার ২২৭টি মামলা নিষ্পত্তি হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। 

এ প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়।

শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান শুরু হয়। 

পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল, টোল ফি নম্বর ও দেশের কারাগারগুলোতে এ সেবা চালু হয়।

আদালতের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গিয়ে স্বল্পতম সময়ে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াকে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বলে। এটি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে একটি সামগ্রিক ও বহুপাক্ষিক পর্যালোচনা, যাতে উভয়পক্ষ লাভবান হয়ে থাকে।

প্রতিবেদনে বলা হয়, জাতীয় আইনগত সহায়তা সংস্থায় এডিআর-এর জন্য ১ লাখ ৬৪ হাজার ৪৮২টি মামলার উদ্যোগ নেয়া হয়, এর মধ্যে ১ লাখ ৪৮ হাজার ২২৭ টি মামলা নিষ্পত্তি হয়েছে।  

এতে আরো বলা হয়, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এডিআর-এ নিষ্পত্তি হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩১৪টি মামলা, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক সহায়তা সেলের মাধ্যমে এডিআর-এ নিষ্পত্তি হয়েছে ১৯১৩টি মামলা। এতে উপকারভোগী ২ লাখ ৮৩ হাজার ৪০৫ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত সরকারি খরচে আইনি সহায়তাপ্রাপ্ত উপকারভোগী সর্বমোট ১২ লাখ ৭ হাজার ৯৯৩ জন। দেশের ৬৪ জেলা লিগ্যাল  এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৪৩০’) এই আইনি সেবা প্রদান করা হয়েছে।

দেশে আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সিলেটে বিদেশি রিভলভার ও বিস্ফোরক উদ্ধার
ঠাকুরগাঁও পৌর এলাকায় সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ শুরু 
মিরসরাইয়ে যাত্রীবেশে ১৯শ' পিস ইয়াবা পাচারকালে দুইযাত্রী গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মী গ্রেফতার
ঝটিকা মিছিলের চেষ্টা, হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান : অধ্যাপক মুজিবুর রহমান
শুল্ক ও বিরল খনিজ নিয়ে উত্তেজনা প্রশমনে একমত ট্রাম্প ও সি
বাংলাদেশ ও চীনের উন্নয়ন দৃষ্টিভঙ্গি অভিন্ন, ঢাকা-গুয়াংজু সহযোগিতার নতুন দিগন্তে 
১০