কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের আনন্দ মিছিল

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ২০:৫৯
কোলাজ। বাসস

গাজীপুর, ১৫ জুন, ২০২৫ (বাসস): জেলার কাপাসিয়া উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

এর আগে শনিবার বিকেলে ঘোষণা করা হয় উপজেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজকে আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরাকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন ফ ম মমতাজ উদ্দিন রেনু, আফজাল হোসাইন, আজগর হোসেন খান, সাংবাদিক রাশেদুল হক, সাখাওয়াত হোসেন সেলিম, ফ ম এমদাদুল হোসেন, খলিলুর রহমান, আব্দুল করিম বেপারী, মো. মতিউর রহমান জাফর, মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়া (মানসুর), সিরাজ উদ্দিন বিএসসি, অ্যাডভোকেট লুৎফর রহমান, মো. সোলাইমান মোল্লা, কফিল উদ্দিন মৌলভী, মো. সেলিম হোসেন আরজু, মো. নজরুল ইসলাম মোড়ল, তৌহিদুজ্জামান সরকার (তপন), মো. বজলুর রশিদ নয়ন, বদরুজ্জামান বেপারী, মো. বশির উদ্দিন (বাসু), মনিরুল হক চাঁন মিয়া, জয়নাল আবেদীন, অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন শেখ, মো. আলী আকবর, জান্নাতুল ফেরদৌসী, আনোয়ার হোসেন বেপারী, সাংবাদিক এফ এম কামাল হোসেন, ফকির ইস্কান্দার আলম জানু, মহসিন আলম রিটন, এড. মতিউর রহমান, মো. শামসুল হক রুকন, মো. সাইফুল ইসলাম, মো. হারুন অর রশিদ, সাইফুল ইসলাম বাদল, সোলায়মান মোড়ল, মো. মোকছেদুল হক খান, আরিফুর রহমান সোহাগ ব্যাপারী, আবুল কাশেম মাস্টার ও মো. মাসুম সরকার।

গাজীপুর জেলা বিএনপি'র আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ও সদস্যসচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান ও সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরার যৌথ স্বাক্ষরে উপজেলার সব ইউনিয়ন কমিটি অনুমোদিত হবে। 

উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটি ঘোষণা করায় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বইছে আনন্দের জোয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
পিআরের উদ্দেশ্য হলো ‘যদি কিছু পায়’: বিএনপি নেতা সালাহউদ্দিন
নীলফামারীতে চীনের উপহারের হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি ইসির
সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জনকে আইনি সহায়তা
১০