কুমিল্লায় জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ২২:৫৭
রোববার বিকেলে কুমিল্লার নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

কুমিল্লা, ১৫ জুন, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির কুমিল্লা জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে কুমিল্লার নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাজহারুল ইসলাম হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, যুগ্ম সদস্য সচিব মো. আবু সুফিয়ান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয়  নেতা নাভিদ নওরোজ শাহ এবং হাফসা জাহান। 

আরো উপস্থিত ছিলেন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, নীরব রায়হান এবং নাঈম ইসলাম।

নারীদের সংরক্ষিত আসনের ধারা বাদ দিয়ে সরাসরি নির্বাচনে প্রতিনিধিত্ব করার দাবি জানিয়ে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, প্রতিবারই সংসদে কোনো নেতার বোন, মা অথবা বউ কিংবা নায়িকা গায়িকা এনে শোকেসিং করা হয়। তারা অবশ্যই আসতে পারে কিন্তু যোগ্যতার ভিত্তিতে আসা উচিত। 

তিনি বলেন, জাতীয় যুবশক্তি কোনো দলের লাঠিয়াল বাহিনী হিসেবে তৈরি হবে না। এটি বাংলাদেশের যুবকদের জন্য একটি নতুন বাংলাদেশ গড়ার সংগঠন হিসেবে তৈরি হবে।

যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মো. আবু সুফিয়ান বলেন, বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ পয়েন্ট কুমিল্লা। যাকে স্বৈরাচার শেখ হাসিনাও ভয় পেতো এবং এই কুমিল্লার কারণে তার পতন হয়েছে। তিনি জুলাই ঘোষণাপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে দেয়ার দাবি জানান। 

বক্তারা জাতীয় যুবশক্তির কার্যক্রমকে এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
পিআরের উদ্দেশ্য হলো ‘যদি কিছু পায়’: বিএনপি নেতা সালাহউদ্দিন
নীলফামারীতে চীনের উপহারের হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি ইসির
সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জনকে আইনি সহায়তা
১০