জামায়াত জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে : শফিকুল ইসলাম মাসুদ 

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৭:৩৩
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। ফাইল ছবি

ঢাকা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামায়াত শুধুমাত্র ভোটের রাজনীতি করে না, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে। 

তিনি বলেন, জামায়াত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে।

আজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানা মিঠুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমান। 

এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোশাররফ হোসাইন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি যথাক্রমে হাফিজুর রহমান, মাহবুবুর রহমান, মো. ওমর ফারুক, জুবায়ের আল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন চঞ্চলসহ মহানগরী কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। 

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জাতীয় ঐক্য বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতি আরও ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে। 

ক্ষমতা দখল করা জামায়াতে ইসলামির লক্ষ্য নয় উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষমতা দখলের জন্য প্রচলিত রাজনৈতিক দলগুলোর মতো জামায়াত কোন সন্ত্রাসী, চাঁদাবাজ বা অন্যায়কারীকে লালনপালন ও প্রশ্রয় দেয় না। 

জামায়াতে ইসলামি সৎ, যোগ্য ও আদর্শিক মানুষ গঠনের মাধ্যমে মসজিদের ইমাম থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার যোগ্য নেতৃত্ব তৈরি করে যাচ্ছে।’

অনুষ্ঠানে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল  লেবার কনফারেন্স (আইএলসি)’র ১১৩তম সেশন, ২০২৫ শেষ করে দেশে আসায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি  আতিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
পিআরের উদ্দেশ্য হলো ‘যদি কিছু পায়’: বিএনপি নেতা সালাহউদ্দিন
নীলফামারীতে চীনের উপহারের হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি ইসির
সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জনকে আইনি সহায়তা
১০