এস আলমের ২০০ একর জমি ক্রোকের আদেশ

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৭:৪৪

ঢাকা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ২০০ একর জমি ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এই জমির দলিল মূল্যে ১৮০ কোটি টাকা বলে আবেদন তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম আজ এ  তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা এবং সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে দেখা যায়, সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা এবং সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগণ বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। তিনি এবং তার পরিবারের সদস্যরা স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে স্থাবর সম্পত্তি হস্তান্তর হয়ে গেলে পরবর্তীতে সেটি উদ্ধার করা দুরূহ হয়ে পরবে। তাই সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা এবং সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির স্বার্থসংশ্লিষ্ট ২০০ একর জমি  জরুরি ভিত্তিতে ক্রোক করা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে ২৭ এপ্রিল এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা এবং সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের চট্টগ্রামের বাশখালিতে থাকা ৫৬ হাজার ৩৫৭ শতক জমি ক্রোকের আদেশ দিয়েছেন মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের মাস্টার সার্কুলার
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানোর দাবি ব্যবসায়ী নেতাদের
নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছেন বিজয়
দুদকের মামলায় স্বামীসহ যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়ার কারাদণ্ড
চাঁদপুরে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবে গেছে একটি লাইটার জাহাজ
ঢাকা মহানগর উত্তরে ‘আপ বাংলাদেশ’র কমিটি ঘোষণা
ঢাকা শহর সবুজায়নের কাজে সার্বিক সহযোগিতা করবে ডিএনসিসি
বদরগঞ্জে নকল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকায় শিক্ষক আটক
সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন
পশুর চ্যানেলে ড্রেজিংয়ে মোংলা বন্দর ও নৌবাহিনীর মধ্যে সমঝোতা
১০