পররাষ্ট্র সচিবের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ২০:৪১
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকির সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সৌজন্য সাক্ষাৎ। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ১৭ জুন ২০২৫ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাক্ষাৎকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশে সংস্থাটির চলমান বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন। এর মধ্যে রয়েছে- স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি, কর্মসংস্থান সৃষ্টি, অভিবাসন, জলবায়ু অর্থায়ন, ওয়ান হেলথ প্রোগ্রাম এবং নির্বাচন সংক্রান্ত সহায়তা।

সাক্ষাৎকালে জাতিসংঘের এ কর্মকর্তা রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অর্থায়নের ঘাটতি ক্রমাগত বৃদ্ধি পাওয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন।

তিনি এই ঘাটতি মোকাবিলায় জাতিসংঘ ব্যয়-সংশ্লিষ্ট কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা ও অর্থ সংগ্রহে সংস্থাটির চলমান প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেন।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জাতিসংঘের অব্যাহত সহযোগিতা ও সম্পৃক্ততার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও মানবিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সঙ্গে টেকসই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাসস দেশ-৬১ : দেশে স্বাধীনতার পর এবারই রেকর্ড পরিমাণ খাদ্য মজুত রয়েছে : মহাপরিচালক
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
১০