পররাষ্ট্র সচিবের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ২০:৪১
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকির সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সৌজন্য সাক্ষাৎ। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ১৭ জুন ২০২৫ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাক্ষাৎকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশে সংস্থাটির চলমান বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন। এর মধ্যে রয়েছে- স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি, কর্মসংস্থান সৃষ্টি, অভিবাসন, জলবায়ু অর্থায়ন, ওয়ান হেলথ প্রোগ্রাম এবং নির্বাচন সংক্রান্ত সহায়তা।

সাক্ষাৎকালে জাতিসংঘের এ কর্মকর্তা রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অর্থায়নের ঘাটতি ক্রমাগত বৃদ্ধি পাওয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন।

তিনি এই ঘাটতি মোকাবিলায় জাতিসংঘ ব্যয়-সংশ্লিষ্ট কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা ও অর্থ সংগ্রহে সংস্থাটির চলমান প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেন।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জাতিসংঘের অব্যাহত সহযোগিতা ও সম্পৃক্ততার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও মানবিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সঙ্গে টেকসই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ : প্রধান উপদেষ্টার প্রেস উইং
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি : টেলিযোগাযোগ মন্ত্রণালয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৩ বিলিয়ন ডলারে: বাংলাদেশ ব্যাংক
বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই জনগণের ম্যান্ডেট নিয়েই এসেছে : টুকু
গোপালগঞ্জে হামলার ঘটনায় ভোলায় এনসিপির মশাল মিছিল
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের
গোপালগঞ্জে হামলার ঘটনায় রাঙ্গামাটিতে এনসিপির বিক্ষোভ ও রোড ব্লক কর্মসূচি
জুলাই বিপ্লবকে জীবিত রাখতে সকলকে সজাগ থাকতে হবে : মাহমুদুর রহমান 
জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন
১০