উজবেকিস্তানের দুই মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০০:৩৫

ঢাকা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সেদেশের শিক্ষা, বিজ্ঞান ও ইনোভেশন এবং কৃষি মন্ত্রীর সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক তথ্য বিবরণীতে জানানো হয়, উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সে দেশের শিক্ষা, বিজ্ঞান ও ইনোভেশন মন্ত্রী কনগ্রাতবে শারিপোভের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও নীতির ওপর আলোচনা করেন। বাংলাদেশ-উজবেকিস্তানের শিক্ষা সহযোগিতাকে সম্প্রসারণের ওপর জোর দেন। উজবেকিস্তান স্টেট ইউনিভার্সিটি অব ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজে বাংলা ভাষা শিক্ষা কোর্স চালুর বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। দু’দেশের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের গুরুত্ব উল্লেখ করেন।

সরকারি পর্যায়ে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বৃত্তি প্রবর্তন করা যেতে পারে বলে তিনি যোগ করেন। দু’দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ইতোমধ্যে সম্পাদিত বিভিন্ন সমঝোতা স্বারকসমূহ বাস্তবায়নের জন্য রাষ্টদূত মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী শারিপোভ উজবেকিস্তানের শিক্ষার মান ও অগ্রগতি অবহিত করে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে চিকিৎসা, বস্ত্র, তথ্যপ্রযুক্তি ও কৃষি খাতে শিক্ষা ও গবেষণা সহযোগিতার সম্ভাবনা ও সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন। উজবেকিস্তানের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা কম উল্লেখ করে তিনি সংখ্যা বৃদ্ধির ব্যাপারে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। দু'দেশের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতার স্মারক স্বাক্ষরের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই দিন রাষ্ট্রদূত উজবেকিস্তানের কৃষি মন্ত্রী ইব্রোহিম আব্দুরাখিমোনোভের সাথে সাক্ষাৎ করেন। দু’দেশের মধ্যে খাদ্য ও পানি নিরাপত্তা, কৃষিতে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জসমূহ, কৃষিখাতে অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিশেষজ্ঞদের আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়। দু’দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ সময় দূতাবাসের মিনিস্টার মো. নাজমুল আলম-সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাসস দেশ-৬১ : দেশে স্বাধীনতার পর এবারই রেকর্ড পরিমাণ খাদ্য মজুত রয়েছে : মহাপরিচালক
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
১০