ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৫:৫৬
ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ছবি: বাসস

ঢাকা, ১৮ জুন, ২০২৫ (বাসস) : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিনের (মিথুন) নেতৃত্বে দুই দিনব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন - শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ, শেকৃবি’র ট্রেজারার প্রফেসর মো. আবুল বাশার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন-ইউট্যাব কেন্দ্রীয় সংসদের যুগ্ম-মহাসচিব প্রফেসর এফ এম আমিনুজ্জামান, শেকৃবি সাদা দলের সাধারণ সম্পাদক ড. নুর মহল আক্তার বানু, কোষাধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ, শেকৃবি এ্যাব’র সভাপতি প্রফেসর ড. রুহুল আমিন, রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম সুলতান, শেকৃবি ইউট্যাব সাধারণ সম্পাদক প্রফেসর মো. জামশেদ আলম, প্রফেসর তারিক হোসাইন, প্রফেসর শফিউল্লাহ কিরণ, প্রফেসর আবদুল্লাহ-হিল বাকি, প্রফেসর মো. জসীমউদ্দিন, প্রফেসর নুরু উদ্দীন, প্রফেসর মাহবুব ইসলাম, এ্যাব, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কৃষিবিদকে আই এফ সবুর, কৃষিবিদ ড. শফিকুল ইসলাম, কৃষিবিদ রেদওয়ান রিশাদ ও কৃষিবিদ নাজমুল হোসেন সুইট।

এছাড়া আরও অংশ নেন- শেকৃবি ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. নাহিয়ান হোসেন নিনাদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, শেকৃবি ছাত্রদলের সভাপতি আহমেদুল কবীর তাপস, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মহান, ছাত্রদলের নেতা কৃষিবিদ মেজবাহ, কৃষিবিদ শোয়াইব, কৃষিবিদ মোরসালিন অনিক ও কৃষিবিদ সালমান রকিব প্রমুখ।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাসস দেশ-৬১ : দেশে স্বাধীনতার পর এবারই রেকর্ড পরিমাণ খাদ্য মজুত রয়েছে : মহাপরিচালক
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
১০