সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৮:২৭

সিলেট, ১৮ জুন, ২০২৫ (বাসস): সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মদ ও ফেন্সিডিলসহ বিপুল পরিমাণের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার ভোররাতে সীমান্তে বিভিন্ন স্থানে এই অভিযান চালায় বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর বিভিন্ন ইউনিট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় সিলেট ব্যাটালিয়নের অধীন বাংলাবাজার, সোনালীচেলা, কালাসাদেক, বিছনাকান্দি, উৎমা, তামাবিল এবং শ্রীপুর বিওপি বুধবার রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, মদ, গরু, চিংড়ী রেনু পোনা, জিরা, চকলেট, বিস্কুট, হরলিক্স, সাবান, অলিভ ওয়েল, বিভিন্ন কসমেটিক সামগ্রী এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং নদী হতে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৪৩ লাখ ১১ হাজার টাকা। 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামাল বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু
১০