মৌলিক সংস্কারে দলগুলো একমত না হলে, গণভোটে যেতে হবে : ইসলামী আন্দোলন

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৯:২৪

ঢাকা, ১৮ জুন, ২০২৫ (বাসস) : ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, মৌলিক সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত না হলে, প্রয়োজনে গণভোটে যেতে হবে।

আজ বুধবার, জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের পর সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আজকের বৈঠকে বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে, কিছু রাজনৈতিক দল, যারা সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের স্বকীয়তা, স্বাধীনতা ও  শক্তিশালীকরণের কথা বলতেন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর নির্বাহী বিভাগের হস্তক্ষেপ বন্ধের কথা বলতেন, তারাও আজকে এনসিসি (জাতীয় সাংবিধানিক কাউন্সিল) গঠনের প্রস্তাবের বিরোধীতা করেছেন। কেউ কেউ বলতে চাইছেন, এটা এখন গঠন না করে, পরে গঠন করা যেতে পারে। বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে।’

জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদও উপস্থিত ছিলেন। 

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারই শুধু নয়, বরং স্বাধীনতার পরে অতীতের সকল সরকারই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে, দলীয়করণ করেছে। সেটা রোধ করার জন্যই এনসিসি’র প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিটি। বাংলাদেশের অতীত বিবেচনায়, দেশকে ভবিতব্য স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করতে এনসিসি জরুরী। সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আগেই লিখিতভাবে এর প্রতি সমর্থন জানিয়েছিলো। আজকেও আমরা তার পুনর্ব্যক্ত করেছি।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাসস দেশ-৬১ : দেশে স্বাধীনতার পর এবারই রেকর্ড পরিমাণ খাদ্য মজুত রয়েছে : মহাপরিচালক
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
১০