জাবিতে বিডিএসসির আহ্বায়ক কমিটি গঠন

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৩:০৮
কোলাজ। বাসস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৯ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র পরিষদ (বিডিএসসি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করেছে। আগামী এক বছরের জন্য ৫৮ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

বুধবার রাতে বিডিএসসির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্যসচিব জাহিদ আহসান ও প্রধান সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আরিফুজ্জামান উজ্জ্বলকে আহ্বায়ক এবং আবু তৌহিদ মো. সিয়ামকে সদস্যসচিব করা হয়েছে। নকিব আল মাহমুদ অর্ণব প্রধান সংগঠক এবং নাদিয়া রহমান অন্বেষাকে কমিটির মুখপাত্র নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও কমিটিতে নাসিম আল তারিককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আহসান লাবিবকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। ৫৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আরো আছেন ৮ জন যুগ্ম আহ্বায়ক, ৯ জন যুগ্ম সদস্যসচিব, ১৩ জন সংগঠক ও ২২ জন সদস্য।

নবগঠিত কমিটির আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, বিডিএসসির জাবি ইউনিটের দায়িত্ব পাওয়ায় আমরা দীর্ঘদিনের ছাত্র রাজনীতির সংস্কৃতি বদলাতে চাই, যেখানে শিক্ষার্থীদের জোর করে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হতো।

তিনি আরো বলেন, শিষ্টাচার শেখানোর নামে গণরুম ও গেস্ট রুমে শিক্ষার্থীদের অপমান ও দুর্ব্যবহার করা হতো। আমাদের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাপূর্ণ পরিবেশ গড়ে তোলা, যেখানে সব শিক্ষার্থী সম্মানিত ও নিরাপদবোধ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাসস দেশ-৬১ : দেশে স্বাধীনতার পর এবারই রেকর্ড পরিমাণ খাদ্য মজুত রয়েছে : মহাপরিচালক
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
১০