জলাবদ্ধতা নিরসনে কেসিসির তিনটি মোবাইল টিম গঠন

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৩:৪৪
ছবি: বাসস

খুলনা, ১৯ জুন, ২০২৫ (বাসস): খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নগরীর জলাবদ্ধতা নিরসনে তিনটি মোবাইল টিম গঠন করেছে। কিছু এলাকায় জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার কেসিসি ভবনের জিআইজেড অডিটোরিয়ামে প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকৌশল বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।

কেসিসি প্রশাসক মো. ফিরোজ সরকারের নির্দেশে সভায় নগরীর নিচু এলাকাগুলোর জলাবদ্ধতা দ্রুত নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে এই মোবাইল টিমগুলো গঠন করা হয়েছে। 

সভায় আরো জানানো হয়, ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডে কার্যক্রম পরিচালনার জন্য সহকারী সচিব প্রকৌশলী মো. ওবায়দুল্লাহ খানের নেতৃত্বে প্রথম মোবাইল টিমটি গঠন করা হয়েছে। একইভাবে ২২, ২৩ ও ২৯ নম্বর ওয়ার্ডের জন্য উপ-সহকারী প্রকৌশলী অমিত কান্তি ঘোষের নেতৃত্বে দ্বিতীয় মোবাইল টিম এবং ২৭, ২৮, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের জন্য উপ-সহকারী প্রকৌশলী শেখ নাজরুল ইসলামের নেতৃত্বে তৃতীয় টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমের সদস্যসংখ্যা সাতজন। 

এছাড়া নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম এবং সংরক্ষণ কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান তিনটি মোবাইল টিমের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

টিমগুলোকে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি নিয়ে জলাবদ্ধ এলাকায় উপস্থিত হয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এছাড়া জলাবদ্ধতার কারণ শনাক্ত করে তার সমাধানে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পরস্পরের মধ্যে নিয়মিত আলোচনা ও পরামর্শ আদান-প্রদানেরও নির্দেশ দেওয়া হয়।

সভায় নগরবাসীকে কেসিসির মাঠপর্যায়ের কর্মকর্তা ও তদারকি টিমকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান প্রধান প্রকৌশলী।

কেসিসির স্থপতি রেজবিনা খানম, সংরক্ষণ কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান, কেসিসির পরামর্শক ও কুয়েটের প্রতিনিধি আবির হাসান নয়নসহ আরো অনেকে সভায় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাসস দেশ-৬১ : দেশে স্বাধীনতার পর এবারই রেকর্ড পরিমাণ খাদ্য মজুত রয়েছে : মহাপরিচালক
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
১০