পল্টনে ডিবির ওপর মাদককারবারিদের গুলির ঘটনায় তিনজন রিমান্ডে

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ২১:৪০

ঢাকা, ১৯ জুন, ২০২৫ (বাসস): রাজধানীর পল্টনে মাদক বিরোধী অভিযানকালে মাদককারবারির গুলিতে লালবাগ গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিন জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। 

গ্রেফতারকৃত আব্দুর রহমান, আব্দুল আজিজ ও হৃদয় সরকার আশিককে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ তাদের ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।  এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদেরকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ ডিবি পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে একটি দল এর আগে বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পল্টন থানার পুলিশ হাসপাতালের বিপরীত পাশে মাদক কারবারিদের গাড়ি গতিরোধ করে। এ সময় মাদক কারবারিরা গাড়ি থামিয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এএসআই আতিক হাসানের পেটের বাম পাশে এবং কনস্টেবল সুজনের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে। পরে রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এদিকে মাদককারবারিদের ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আজ  ডিবি পুলিশের উপ-পরিদর্শক মিঠুন উদ্দিন খান বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাসস দেশ-৬১ : দেশে স্বাধীনতার পর এবারই রেকর্ড পরিমাণ খাদ্য মজুত রয়েছে : মহাপরিচালক
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
১০