ডেঙ্গু মোকাবিলায় বরগুনায় জেডআরএফের চিকিৎসা সহায়তা

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১০:২৩
ছবি: সংগৃহীত

বরগুনা, ২০ জুন, ২০২৫ (বাসস): বরগুনা জেলার সিভিল সার্জন কার্যালয়ে ডেঙ্গু মহামারিতে আক্রান্ত রোগীদের সহায়তায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) পক্ষ থেকে জরুরি চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে আইভি স্যালাইন, ওষুধ, সচেতনতামূলক লিফলেট ও মশানাশক ওষুধ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেডআরএফের সভাপতি তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। ডেঙ্গু রোগীর চাহিদা অনুযায়ী বরগুনা জেলার সিভিল সার্জন কার্যালয়ে গতকাল সহস্রাধিক আইভি স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জামাদি সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. আবদুল মুনেম সাদ, ডা. রাকিবুজ্জামান খানসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতারা।

কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ব্যবস্থাপনায় ছিলেন পরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ও পরিচালক (প্রোগ্রাম) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

মানবিক সহায়তার লক্ষ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাসস দেশ-৬১ : দেশে স্বাধীনতার পর এবারই রেকর্ড পরিমাণ খাদ্য মজুত রয়েছে : মহাপরিচালক
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
১০