ছাত্রদলের উদ্যোগে দেশজুড়ে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১০:৫৩

ঢাকা, ২০ জুন, ২০২৫ (বাসস): জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষ্যে ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ করা হয়েছে। বৃহস্পতিবারও ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ময়মনসিংহ ও সাতক্ষীরাসহ বিভিন্ন অঞ্চলে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পরিবেশ রক্ষায় তারেক রহমানের ‘সবুজ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে দলীয় নেতাকর্মীরা জাতীয়ভাবে এটি পরিচালনা করছেন। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে দেওয়া বাণীতে তিনি পরিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধে দলের পরিকল্পনার কথা তুলে ধরেন।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানো হযেছে। বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম নিয়মিতভাবে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে প্রকাশ করা হচ্ছে।

বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার অধীন মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের উদ্যোগে রাম কিশোর উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়।

কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকেও একই কর্মসূচি পালন করা হয়। এছাড়া বনপাড়া অনার্স কলেজ প্রাঙ্গণেও গাছ লাগানো হয়।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের আওতাধীন গৌরীপুর উপজেলার পৌর ও কলেজ শাখার উদ্যোগে গৌরীপুর সরকারি (অনার্স) কলেজ এবং গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বনজ, ফলদ ও ফুলের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।

একই দিনে ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করেন।

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা ছাত্রদলের উদ্যোগে সরকারি কেবিএ কলেজ, সখিপুর আলিম মাদ্রাসা, হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ, দেবহাটা কলেজ এবং পাচপোতা-ঘলঘলিয়া রোড এলাকায় বৃক্ষরোপণ করা হয়।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা এবং চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রদলের পক্ষ থেকেও বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাসস দেশ-৬১ : দেশে স্বাধীনতার পর এবারই রেকর্ড পরিমাণ খাদ্য মজুত রয়েছে : মহাপরিচালক
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
১০