কেরানীগঞ্জে ভেজাল প্রসাধনী কারখানা সিলগালা, মালিক গ্রেফতার

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১৬:৩২

ঢাকা (দক্ষিণ), ২০ জুন, ২০২৫ (বাসস): ঢাকার কেরানীগঞ্জে অনুমোদনহীনভাবে অস্বাস্থ্যকর পরিবেশে প্রসাধনী সামগ্রী উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ করার দায়ে একটি অবৈধ কারখানাকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানা মালিক আব্দুল কুদ্দুসকে এক বছরে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন।

অভিযান চলাকালে কারখানার ভেতর থেকে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ করা হয়। পরে কারখানাটি বন্ধ করে দেয়া হয়।

স্থানীয়রা জানান, কেমিক্যাল আর সুগন্ধি মিশিয়ে নামিদামি ব্রান্ডের নকল ও ভেজাল প্রসাধনী তৈরি করে সেলুন ও পার্লারসহ বিভিন্ন বাজারে সরবারহ করতেন কারখানা মালিক আব্দুল কুদ্দুস  ও তার স্ত্রী । গত ৩ বছর ধরে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অনুমোদনহীনভাবে অস্বাস্থ্যকর পরিবেশে প্রসাধনী সামগ্রী উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ করার দায়ে একটি অবৈধ কারখানাকে বন্ধ করে দেয়া হয়েছে। একই সাথে কারখানা মালিক আব্দুল কুদ্দুসকে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনগণের স্বাস্থ্য রক্ষায় এ ধরনের অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাসস দেশ-৬১ : দেশে স্বাধীনতার পর এবারই রেকর্ড পরিমাণ খাদ্য মজুত রয়েছে : মহাপরিচালক
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
১০