ছাত্রদলের উদ্যোগে দেশজুড়ে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১১:১০
প্রতীকী ছবি

ঢাকা, ২১ জুন, ২০২৫ (বাসস): জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা, গাইবান্ধা, ময়মনসিংহ, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি চলছে।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবারও দেশের বিভিন্ন জেলায় ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করে। 

দিবসটি উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কর্মসূচির ঘোষণা করেন। তাঁর সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পরিবেশ রক্ষায় দলের নেতাকর্মীরা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। 
গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে দেওয়া বাণীতে পরিবেশ দূষণরোধে নিজের দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলায় বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছ লাগানো হচ্ছে। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত সারাদেশে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হচ্ছে।

শুক্রবার ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের অধীন ত্রিশাল উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা মডেল মসজিদ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছ লাগানো হয়।

গাইবান্ধা সদর থানার ৪টি কলেজের ছাত্রদল নেতাকর্মীরাও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। কলেজগুলো হলো, লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজ, হাজী ওসমান গনি ডিগ্রি কলেজ দারিয়াপুর, লেংগা বাজার আইডিয়াল কলেজ ও তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজ।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নির্দেশনায় কলাবাগান থানা ছাত্রদলের উদ্যোগে কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।

এছাড়াও দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য তুলে ধরেছে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেইজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০