ছাত্রদলের উদ্যোগে দেশজুড়ে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১১:১০
প্রতীকী ছবি

ঢাকা, ২১ জুন, ২০২৫ (বাসস): জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা, গাইবান্ধা, ময়মনসিংহ, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি চলছে।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবারও দেশের বিভিন্ন জেলায় ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করে। 

দিবসটি উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কর্মসূচির ঘোষণা করেন। তাঁর সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পরিবেশ রক্ষায় দলের নেতাকর্মীরা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। 
গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে দেওয়া বাণীতে পরিবেশ দূষণরোধে নিজের দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলায় বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছ লাগানো হচ্ছে। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত সারাদেশে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হচ্ছে।

শুক্রবার ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের অধীন ত্রিশাল উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা মডেল মসজিদ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছ লাগানো হয়।

গাইবান্ধা সদর থানার ৪টি কলেজের ছাত্রদল নেতাকর্মীরাও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। কলেজগুলো হলো, লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজ, হাজী ওসমান গনি ডিগ্রি কলেজ দারিয়াপুর, লেংগা বাজার আইডিয়াল কলেজ ও তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজ।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নির্দেশনায় কলাবাগান থানা ছাত্রদলের উদ্যোগে কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।

এছাড়াও দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য তুলে ধরেছে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেইজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কার্কি
চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 
মেধাবী শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হতে হবে : মনির হায়দার
সারাদেশে অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা
রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
নিরাপত্তা চুক্তির বিষয়ে ইসরাইলের সঙ্গে আলোচনা চলছে: সিরিয়ার প্রেসিডেন্ট 
নতুন ঋণের ধাক্কায় ফ্রান্সের ক্রেডিট রেটিং কমিয়েছে ফিচ
গাজায় ইসরাইলের হামলায় নিহত আরও ৫০
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
১০