বিশ্বে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ১১ লাখ ৯০ হাজার মানুষ প্রাণ হারায়

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ২০:০১

ঢাকা, ২২ জুন, ২০২৫ (বাসস): বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে আহছানিয়া মিশনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, বিশ্বে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ১১ লক্ষ ৯০ হাজার মানুষ প্রাণ হারায়। 

আজ রোববার রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর আয়োজিত ‘সড়ক নিরাপত্তা আইন সকলের জন্য প্রয়োজন’- শীর্ষক সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন চিত্র উঠে আসে।

এ সময় ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান সড়ক নিরাপত্তা আইনের আলোচ্য বিষয়ে উপস্থাপনায় বলেন, বিশ্বে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ৯২ শতাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশে এবং মৃত্যুর অর্ধেকেরও বেশি হচ্ছে পথচারী, সাইকেল ও মোটরসাইকেল আরোহী। 

তিনি আরো বলেন, ওয়ার্ল্ড হেলথ র‌্যাঙ্কিং অনুসারে, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা কবলিত ১৮৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৬তম। সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও তার সঠিক প্রয়োগ ব্যতীত দেশে সড়ক দুর্ঘটনা কমানো বা রোধ করা সম্ভব নয়। 

সড়ক দুর্ঘটনাকে বর্তমানে একটি বড় সমস্যা হিসেবে উল্লেখ করে শারমিন রহমান বলেন, সঠিক আইন ও তার প্রয়োগের ফলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা যেতে পারে। তাই সকলের জন্য প্রয়োজন একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন। 

সভায় দৈনিক মানবজমিন পত্রিকার সিনিয়র সাংবাদিক (ক্রাইম) শুভ্র দেবের সঞ্চালনায় নিরাপদ সড়ক জোরদারকরণে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন- শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ)-এর সাধারণ সম্পাদক ও ইউএনবি’র বিশেষ প্রতিনিধি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র সাংবাদিক জামিউল আহ্ছান শিপু ও দৈনিক যুগান্তর পত্রিকার নিজস্ব প্রতিনিধি (ক্রাইম) ইমন রহমান। 

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা
চাল ও সবজিতেও ক্ষতিকর আর্সেনিক : ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা
রাঙামাটিতে জাতীয় সমবায় দিবস পালিত
ড্রোন আতঙ্কে দুই ঘণ্টা বিমান চলাচল বন্ধ বার্লিন বিমানবন্দরে
পশ্চিম সাহারার স্বায়ত্তশাসনের জন্য মরক্কোর পরিকল্পনাকে সমর্থন করল জাতিসংঘ
যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা উত্তেজনা: ত্রিনিদাদ এন্ড টোবাগোর সেনাবাহিনী সতর্ক অবস্থানে
হোয়াইট হাউস প্রেস অফিসের কিছু অংশে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করেছে
ড্রামা সিরিজের ফুটেজ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত
গাংনী উপজেলায় বিএনপির গণসংযোগ ও পথসভা
জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর আজ থেকে
১০