শিল্পকলায় ৫ দিনব্যাপী মৃৎশিল্প এবং শাস্ত্রীয় সংগীত কর্মশালা শুরু

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ২০:০১
ছবি: শিল্পকলা একাডেমির সৌজন্যে

ঢাকা, ২২ জুন ২০২৫ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী মৃৎশিল্প (টেপা পুতুল) এবং শাস্ত্রীয় সংগীতের উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা। আজ ২২ জুন জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান, উপ-পরিচালক  প্রদ্যোত কুমার দাস, একাডেমির প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (নাট্যকলা) ড. আইরিন পারভীন লোপা এবং কর্মশালার প্রশিক্ষকবৃন্দ।

মৃৎশিল্প কর্মশালা (টেপা পুতুল) প্রশিক্ষণ কর্মশালা জাতীয় চিত্রশালায় ২২-২৬ জুন প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে। কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছেন দেবাশীষ পাল ও অসীম হালদার।

কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। কর্মশালার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (চারুকলা) জান্নাতুল ফেরদৌস কেয়া।

এদিকে, ৫ দিনব্যাপী শাস্ত্রীয় সংগীতের উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা জাতীয় চিত্রশালায় ২২ থেকে ২৬ জুন প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে। কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছেন অসিত দে ও মোহাম্মদ শোয়েব। এই কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। কর্মশালার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (সংগীত ও যন্ত্র) মোনালীন আজাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা
চাল ও সবজিতেও ক্ষতিকর আর্সেনিক : ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা
রাঙামাটিতে জাতীয় সমবায় দিবস পালিত
ড্রোন আতঙ্কে দুই ঘণ্টা বিমান চলাচল বন্ধ বার্লিন বিমানবন্দরে
পশ্চিম সাহারার স্বায়ত্তশাসনের জন্য মরক্কোর পরিকল্পনাকে সমর্থন করল জাতিসংঘ
যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা উত্তেজনা: ত্রিনিদাদ এন্ড টোবাগোর সেনাবাহিনী সতর্ক অবস্থানে
হোয়াইট হাউস প্রেস অফিসের কিছু অংশে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করেছে
ড্রামা সিরিজের ফুটেজ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত
গাংনী উপজেলায় বিএনপির গণসংযোগ ও পথসভা
জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর আজ থেকে
১০