ভোটার হতে নিবন্ধন সম্পন্ন করেছেন জুবাইদা রহমান

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ২০:০১ আপডেট: : ২৩ জুন ২০২৫, ২০:১৮
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। ফাইল ছবি

ঢাকা, ২৩ জুন, ২০২৫ (বাসস) : ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য তথ্য দিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। 

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার তালিকাভুক্ত করতে হালনাগাদ কার্যক্রমে ডা. জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করা হয়েছে। তারা জানান, তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হলেও চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে পুরো হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর।

আজ সোমবার এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বাসসকে বলেন, ‘উনি (জুবাইদা রহমান) বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিকরা যেভাবে ভোটার হতে পারেন বা এনআইডি পেতে পারেন উনি সেভাবে ভোটার হতে পারেন বা এনআইডি পেতে পারেন।  উনি সেই প্রক্রিয়ায়ই তথ্য দিয়ে ভোটার নিবন্ধন করেছেন।’ 

তিনি জানান, কয়েক দিন আগেই তিনি এই নিবন্ধন করেছেন। এটাই স্বাভাবিক প্রক্রিয়া।  

দীর্ঘ ১৭ বছর পর গত ৬ মে শাশুড়ি বিএনপি  চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন ডা. জুবাইদা রহমান। এরপর গত ৫ জুন তিনি লন্ডন ফিরে যান।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আইন অনুযায়ী হালনাগাদ কার্যক্রম শেষে আগামী বছরের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভোটার তালিকা আইন সংশোধন করে এর আগেই তালিকা চূড়ান্ত করার চিন্তা রয়েছে ইসির। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সেলিম মাস্টারের কবর জিয়ারত বিএনপি’র
স্পেসডাউনের পর মহাকাশ স্টেশন থেকে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন চার নভোচারী 
রাজধানীতে ধাক্কামারা চক্রের ২ নারী সদস্য গ্রেফতার
আসন্ন সাধারণ নির্বাচনের জন্য ৪০,০০০ বডি ক্যামেরা ক্রয় করবে সরকার
ইসরাইলের গাজা শহর দখল পরিকল্পনার নিন্দা জানিয়েছে রাশিয়া
বাঁধন ও জারার ছবিযুক্ত বিকৃত পোস্ট শনাক্ত করল ফ্যাক্টওয়াচ
কীর্তিমান চিত্রশিল্পী এসএম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত 
নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারের পাশে বিএনপি
বিলুপ্তপ্রায় শীতল পাটি বাঁচিয়ে রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ
গাজীপুরের সাংবাদিক আনোয়ার হোসেনের মৃত্যু নিয়ে গুজব শনাক্ত: ফ্যাক্টওয়াচ
১০