ঢাকা, ১০ আগস্ট, ২০২৫ (বাসস): অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার ছবিযুক্ত ‘বিকৃত’ পোস্ট দিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
ফ্যাক্টওয়াচ একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।
ফ্যাক্টওয়াচ জানায়, অভিনেত্রী ও জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী আজমেরী হক বাঁধন এবং জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার কয়েকটি সম্পাদিত ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে, যা উভয়ের জন্য বিব্রতকর। ইতিমধ্যেই বাঁধন গণমাধ্যমে জানিয়েছেন, ছড়িয়ে পড়া ছবিগুলো তার নয়।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম এসব ছবিযুক্ত পোস্টকে ‘বিকৃত’ হিসেবে সাব্যস্ত করেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। এসব বিষয়ে নজর এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরা এবং গুজব প্রতিরোধে কাজ করছে ফ্যাক্টওয়াচ।