কম্বোডিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে থাই সৈন্য আহত

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৪:০৪

ঢাকা, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : কম্বোডিয়া সীমান্তের কাছে স্থল মাইন বিষ্ফোরণে শনিবার টহলরত তিন থাই সেনা আহত হয়েছে। কয়েক দশকের ভয়াবহ সংঘর্ষের অবসান ঘটিয়ে উভয় পক্ষ তাদের মধ্যে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সম্মত হওয়ার ক’দিন পরই এই বিস্ফোরণ ঘটে।

ব্যাংকক থেকে এএফপি এ খবর জানায়।

রয়্যাল থাই মিলিটারি এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ (গ্রিনিচ মান সময় ০৩০০টায়) সিসাকেট প্রদেশে এ বিস্ফোরণ ঘটে।

একজন সৈনিকের পায়ে গুরুতর আঘাত লেগেছে, অন্যজনের পিঠে ও বাহুতে আঘাত লাগে এবং তৃতীয়জনের কানে তীব্র চাপের আঘাত লেগে আহত হন।

প্রাচীন সীমান্ত মন্দির নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধের ফলে পাঁচ দিনের সংঘর্ষে কমপক্ষে ৪৩ জন নিহত হওয়ার পর এই ঘটনা ঘটে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ২৯ জুলাই যুদ্ধবিরতির মাধ্যমে জেট, কামান, রকেট এবং পদাতিক বাহিনীর সংঘর্ষের সমাপ্তি ঘটে।

বৃহস্পতিবার কুয়ালালামপুরে প্রতিরক্ষা কর্মকর্তাদের একটি বৈঠক যুদ্ধবিরতি বাড়ানোর চুক্তির মাধ্যমে শেষ হয়।

শনিবারের বিস্ফোরণের পর, থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় কম্বোডিয়ার ওপর নতুন স্থলমাইন স্থাপনের অভিযোগ এনেছে এবং বলেছে যে তারা আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাবে।

তবে সরকারি সংস্থা কম্বোডিয়ান মাইন অ্যাকশন অ্যান্ড ভিকটিম অ্যাসিস্ট্যান্স অথরিটি, একটি বিবৃতি জারি করে নতুন কোনও মাইন স্থাপনের কথা অস্বীকার করেছে।

থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই শনিবার প্রতিবেশী সুরিন প্রদেশে ছিলেন। তিনি আহত সৈন্যদের পূর্ণ চিকিৎসা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

গত মাসে ৮০০ কিলোমিটার সীমান্তে সংঘর্ষের ফলে সীমান্তের উভয় পাশে তিন লক্ষাধিক মানুষ যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে অবৈধ জাল ও মাছ জব্দ
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
জনপ্রশাসনের সিনিয়র সচিব হলেন এহছানুল হক
ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধে সাইকেল র‌্যালি
বরগুনায় দুদকের ১৮৫তম গণশুনানি শুরু
নওগাঁয় টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু
সারাদেশে বাড়তে পারে দিনের তাপমাত্রা
মিশরে সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ কূটনীতিক নিহত, ২ জন আহত 
জাতিসংঘের মহাসচিব গুতেরেস মিশরে গাজা শান্তি সম্মেলনে যোগ দেবেন 
প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ বিদ্যালয়ে টিকা পাবে : স্বাস্থ্য অধিদফতর
১০