ইউক্রেন বিষয়ক পশ্চিমা জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে বৈঠক করবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৪:০৩

ঢাকা, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শনিবার ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটি বৈঠকের আয়োজন করছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কার্যালয় এ তথ্য জানায়।

লন্ডন থেকে এএফপি জানায়, শনিবার স্টারমার ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি ফোনালাপ হয়েছে। ফোনালাপের বিবরণ দিয়ে ডাউনিং স্ট্রিট বলেছে, ‘এই বৈঠক হবে একটি ন্যায্য ও স্থায়ী শান্তি নিশ্চিত করার অগ্রগতি নিয়ে আলোচনা করার জন্য একটি গুরুত্বপূর্ণ ফোরাম।’

বক্তব্যে আরও বলা হয়, উভয় নেতাই এই যুদ্ধের অবসান ঘটানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের আকাঙ্ক্ষাকে স্বাগত জানিয়েছেন এবং একমত হয়েছেন এই অসঙ্গত যুদ্ধ বন্ধ করার জন্য তাদের পুতিনের ওপর অবশ্যই চাপ অব্যাহত রাখতে হবে।

‘প্রধানমন্ত্রী ইউক্রেন ও এর জনগণের প্রতি তার অটল সমর্থন পুনর্ব্যক্ত করে ফোনালাপ শেষ করেন।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার ফলে শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী শুক্রবার আলাস্কায় আলোচনা করবেন বলে নিশ্চিত হওয়ার পর এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

কিয়েভ ও ইউরোপীয় দেশগুলো জোর দিয়ে বলছে, যুদ্ধবিধ্বস্ত দেশটিকে অবশ্যই আলোচনার অংশ হতে হবে। তবে আগামী শুক্রবারের শীর্ষ সম্মেলনে ইউক্রেনের অংশগ্রহণের বিষয়ে এখনও কোনও উল্লেখ করা হয়নি।

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অন্যান্য ইউরোপীয় ও যুক্তরাষ্ট্রের উপদেষ্টারা শনিবারের বৈঠকে অংশগ্রহণ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে অবৈধ জাল ও মাছ জব্দ
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
জনপ্রশাসনের সিনিয়র সচিব হলেন এহছানুল হক
ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধে সাইকেল র‌্যালি
বরগুনায় দুদকের ১৮৫তম গণশুনানি শুরু
নওগাঁয় টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু
সারাদেশে বাড়তে পারে দিনের তাপমাত্রা
মিশরে সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ কূটনীতিক নিহত, ২ জন আহত 
জাতিসংঘের মহাসচিব গুতেরেস মিশরে গাজা শান্তি সম্মেলনে যোগ দেবেন 
প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ বিদ্যালয়ে টিকা পাবে : স্বাস্থ্য অধিদফতর
১০