ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ২০:১৯
ছবি : বাসস

ঢাকা, ২৬ জুন, ২০২৫ (বাসস) : ভোটার তালিকা আইন সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ। 

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ভোটার তালিকা সংক্রান্ত বিদ্যমান আইনের পরিবর্তন আনার জন্য আমরা একটি প্রস্তাব করেছি। সেখানে আমরা বলেছি, কমিশন যৌক্তিক বিবেচনায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য যে সময়টা মনে করবেন, তা কমিশন সভায় ঠিক করবেন। অর্থাৎ নির্বাচনে কারা ভোট দেবেন বা ভোটার তালিকা করার সময়সীমা যৌক্তিক বিবেচনায় নির্ধারণ করবে কমিশন।’ 

সচিব বলেন, ‘ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার এই যৌক্তিক বিবেচনাটা কীসের ভিত্তিতে হবে, এটা কমিশন সিদ্ধান্ত নেবেন।’  

তিনি বলেন, ‘সীমানা পুনঃনির্ধারণ সম্পর্কিত কার্যক্রম চলমান রয়েছে। ৭৬টি সংসদীয় আসন রিলেটেড। যেটা আমাদের কাছে যৌক্তিক মনে হবে সেটাই করা হবে। এখনো এটা চূড়ান্ত হয়নি, পর্যালোচনা পর্যায়ে রয়েছে।’

সচিব জানান, ‘নির্বাচন সামগ্রী কেনাকাটার জন্য টেন্ডার করা হয়েছে। চেষ্টা করছি সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনি মালামাল কেনা সম্পন্ন করার।’

রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে সচিব বলেন, ‘রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ২২ জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা ছিল। ১৪৭টি আবেদন পেয়েছি। এরমধ্যে তিনটি আবেদন পুনরায় পেশ করা হয়েছে। কাজেই ১৪৪টি দল নিবন্ধনের আবেদন করেছে। তিনি বলেন, এই আবেদন পর্যালোচনা করার জন্য আমরা একটি চেকলিস্ট করেছি। এই বিষয়ে কাজ করার জন্য ২০ জন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবার প্রতীকের সংখ্যা বাড়াতে হবে। ১৪৭টি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করেছে। সেটা ধরলে ১৪৭টি প্রতীক লাগবে। সেজন্য আমরা আলোচনা করছি। দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়টা আদালতের মাধ্যমেই নিষ্পত্তি হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০