নতুন বাংলাদেশ তৈরির কারিগর হিসেবে দাঁড়িয়েছে জামায়াতে ইসলাম : সহকারী সেক্রেটারি

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ২০:০৩
শুক্রবার জামায়াতে ইসলাম নরসিংদী জেলার পলাশ শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত। ছবি: বাসস

নরসিংদী, ২৭ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এড. মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, নতুন বাংলাদেশ তৈরির কারিগর হিসেবে দাঁড়িয়েছে জামায়াতে ইসলাম। আগামী দিনে বৈষম্যহীন কল্যাণকর একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করবে জামায়াতে ইসলাম।

শুক্রবার জামায়াতে ইসলাম নরসিংদী জেলার পলাশ শাখার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ঘোড়াশাল পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াত ইসলাম পলাশ উপজেলা শাখার আমীর মাওলানা আবুল কাশেম শিকদার।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন এসময় বলেন, জামায়াতে ইসলাম সত্য ও ন্যায়ের পথে আছে বলেই দীর্ঘ ১৬ টি বছর এতো জেল জুলুম নির্যাতন ও অত্যাচারের পরও আজ দলীয় নিবন্ধন ও প্রতীক ফিরে পেয়েছে। এখন পর্যন্ত জামায়াতে ইসলাম দেশের প্রায় ৩০০ টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বলে তিনি উল্লেখ করেন।

দলের পলাশ উপজেলা শাখার সেক্রেটারি মাসুদ করিমের পরিচালনায় প্রতিনিধি সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামাতের নরসিংদী জেলা আমীর মাওলানা মোছলেহুদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য সায়েদুজ্জামান, আব্দুল জব্বার, মাধবদী থানার আমীর মাওলানা আবুল আজিজসহ দলীয় নেতাকর্মীগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০