নির্বাচনের আগে মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে : গোলাম পরওয়ার

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ২১:০৭
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের মজলিসে শুরা সদস্য সম্মেলনে বক্তব্য দেন। ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ২৭ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দেশে কেউ বেকার থাকবে না, কেউ গৃহহীন থাকবে না। সন্ত্রাস ও চাঁদাবাজিও বন্ধ হবে।

আজ শুক্রবার বিকেলে জেলা শহরের হোসিয়ারি সমিতি মিলনায়তনে এ সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের মজলিসে শুরা সদস্য সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে উপস্থিত ডেলিগেটদের উদ্দেশে তিনি বলেন, ‘আত্ম ও মানবতার সেবায় প্রত্যেককে নিযুক্ত থাকতে হবে। দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে এবার জনগণই রুখে দাঁড়াবে। এ দেশের মানুষ অতীতেও দিল্লির তাবেদারি মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না।’

মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মাওলানা মঈন উদ্দিন আহমাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০