স্থানীয় সরকারের নির্বাচন আগে হওয়া উচিত: জামায়াত আমির

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ২৩:৩৯ আপডেট: : ২৭ জুন ২০২৫, ২৩:৪৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

সিলেট, ২৭ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের বিশ্বাসযোগ্যতা ও দক্ষতা প্রমাণ পাওয়া যাবে এবং স্থানীয় সরকারে বিরাজমান বিশৃঙ্খলা ঠেকানো সম্ভব হবে। এই দুই কারণে জামায়াত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চায়।

আজ শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সে নুর ফাউন্ডেশন আয়োজিত ‘অর্থসহ আমপারা মুখস্থ প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  যোগ দেন জামায়াত আমির।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, দুটি কারণে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। প্রথমটি হলো দেশে ‘হিউজ পাবলিক সাফারিং’ হচ্ছে। ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের কোনো স্তরে জনপ্রতিনিধি নেই। সব জায়গায় বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। দ্রুত এসব সমস্যার সমাধান প্রয়োজন। 

দ্বিতীয়টি হলো- জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয় তবে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ও দক্ষতার প্রমাণ যাচাই হবে। এই দুই কারণে আমরা মনে করি আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত।

নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান মুকতাবিস-উন-নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি অধ্যক্ষ মাসউদ খান, সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান, আঞ্জুমানে খেদমতে কোরাআনের সভাপতি সৈয়দ একরামুল হক, দাওয়াতুল ইসলাম ইউকে’র সাবেক আমির হাফিজ শফিকুর রহমান মাদানী, জাতীয় ইমাম সমিতির মহাসচিব শাহ নজরুল ইসলাম ও ইকরা ইন্টারন্যাশনাল ইউকে’র চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০