জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা আগামীকাল

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৭:০৪
রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবন। ছবি : বাসস

ঢাকা, ২৮ জুন, ২০২৫ (বাসস) : জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন-২০২৫ আগামীকাল রোববার (২৯ জুন) অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে রোববার বেলা ২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান।

ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধের প্রসার, তরুণ প্রজন্মের নৈতিকতা জাগ্রতকরণ এবং ধর্মীয় নেতৃত্বের উৎকর্ষ সাধনের লক্ষ্যেই ইসলামিক ফাউন্ডেশন এ উদ্যোগ নিয়েছে।

সম্মেলনে জাতীয় পর্যায়ের হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতায় অংশ নেওয়া তিনটি গ্রুপের ৯ জন করে বিজয়ীকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে জাতীয় পর্যায়ে ৩ জন শ্রেষ্ঠ ইমাম, বিভাগীয় পর্যায়ে ২৪ জন, জেলা পর্যায়ে ১৯২ জন ইমাম এবং ৬৪ জন শ্রেষ্ঠ খামারি ইমামকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম পুরস্কার ২ লাখ টাকা, দ্বিতীয় দেড় লাখ টাকা এবং তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সিরাত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ৫০ হাজার, দ্বিতীয় ৪৫ হাজার এবং তৃতীয় ৪০ হাজার টাকা।

শ্রেষ্ঠ ইমাম ও খামারি ইমামদের ক্ষেত্রেও নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

এই আয়োজনের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন দেশে ইসলামি শিক্ষা, কোরআন হিফজ ও সিরাত চর্চা, ধর্মীয় নেতৃত্ব বিকাশ এবং মূল্যবোধ জাগরণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইফা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০