স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সেলিম উদ্দিন

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২৩:৪৭

ঢাকা (উত্তর), ২৯ জুন, ২০২৫ (বাসস): স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, ‘আল্লাহর আইন ও সৎলোকের শাসন ছাড়া গণমানুষের কল্যাণ ও সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়’। আজ রাজধানীর উত্তরার সেক্টর কল্যাণ সমিতির হলে উত্তরা পশ্চিম থানা জামায়াতের ১১ নম্বর সেক্টর ওয়ার্ড আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন এসব কথা বলেন। 

থানা আমির মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং ওয়ার্ড সভাপতি হাফেজ ইব্রাহীম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, মহানগরী মজলিসে শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের উত্তরা পশ্চিম থানার এইচআরডি সম্পাদক সাইফ আরেফিন রাহাত, ১১ নং সেক্টর কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক প্রিন্সিপাল সালাহউদ্দিন ভূঁইয়া ও ১১ নম্বর সেক্টর বাইতুন নূর মসজিদের সাধারণ সম্পাদক হাজী আরব আলী। উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানার নায়েবে আমির মকবুল হোসেন খান, থানা সেক্রেটারি ফিরোজ আলম, থানা কর্মপরিষদ সদস্য মশিউর রহমান, জি এম আসলাম, মাহমুদুর রহমান, শাইখুল সাকিব ও সহিদুল ইসলাম।

সেলিম উদ্দিন বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সকলকে ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ত্যাগ ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। সমাজের ইতিবাচক পরিবর্তন ও গণমানুষের কল্যাণ করতে হলে সকল কাজে আমাদেরকে সিরিয়াস হতে হবে। যে জিনিসের প্রতি সিরিয়াসনেস বা ভালোবাসা থাকে না, তা কখনোই অর্জন করা সম্ভব নয়। তাই আগামী দিনে ইসলামি আন্দোলনকে গতিশীল ও বেগবান করতে হলে প্রত্যেক মানুষের ঘরে ঘরে দ্বিনের দাওয়াত পৌঁছাতে হবে। এ বিষয়ে কোনোভাবেই অবহেলা বা শৈথিল্যের সুযোগ নেই। 

তিনি বলেন, মানবরচিত আইন দিয়ে কখনোই মানুষের কল্যাণ সম্ভব নয়। বিগত ৫৪  বছর মানুষের তৈরি আইন দিয়ে দেশ শাসিত হওয়ার কল্যাণ মানুষের মুক্তি মেলেনি। মূলত, আল্লাহর আইন ও বিধানই নির্ভুল। তাই আর্ত-মানবতার মুক্তির জন্য সকলকে ইসলামের দিকেই ফিরে আসতে হবে। আর জামায়াতে ইসলামী দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় দীর্ঘ পরিসরে কাজ করে যাচ্ছে। 

মহানগরী উত্তর আমির বলেন, জামায়াত নেতৃত্ব শুধু যোগ্য নন বরং সৎও। আমরা বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে, জনগণ আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে আমরা দেশকে একটি ইসলামি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবো। সরকারে জামায়াতের প্রতিনিধিরা কোনোভাবেই দুর্নীতি বা অপরাধের সাথে জড়িত হবেন না। দেশে একটি সুষম ও ইনসাফপূর্ণ অর্থনীতি প্রতিষ্ঠিত হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০