‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ কার্যক্রমের জন্য বিএনপির উপ-কমিটি গঠন

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১০:২৫

ঢাকা, ৩০ জুন ২০২৫(বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক কার্যক্রম দেশি-বিদেশি সংবাদপত্র, টেলিভিশন, বার্তা সংস্থা, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরতে মিডিয়া উপ-কমিটি গঠন করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার রাতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটিকে সার্বিকভাবে সহযোগিতা করতে এই ‘মিডিয়া উপ-কমিটি’ গঠন করা হয়েছে।

এই উপ-কমিটিতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে আহ্বায়ক এবং সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনকে সদস্য সচিব করা হয়েছে।

উপ-কমিটির সদস্য হিসেবে রয়েছেন- শাম্মী আক্তার, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাংবাদিক আলী মামুদ, শায়রুল কবির খান, বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী, ব্যারিস্টার আবু সায়েম, ডা. মোস্তফা আজীজ সুমন, মাহমুদা হাবীবা, জাহিদুল ইসলাম রনি, আজিজুর রহমান কিরন, মহসিনুর রহমান বাদল, কে. এম. নাজমুল হক, মোবাইদুল ইসলাম মুকুল, মো. সাখাওয়াত হোসেন খন্দকার ও নাফিজ ওয়াহিদ ফাইজাল।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০