মানুষ এখনো ভোটের অধিকার ফিরে পায়নি : অমিত

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১১:৫১
রোববার পূর্ব লন্ডনের ‘গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : লন্ডনে দুই নেতার বৈঠকের সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

গত রোববার (২৯ জুন) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ‘গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অমিত বলেন, আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য প্রায় ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। 

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়দ এক বছর হতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখনো তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। এটা নিয়ে একটি উদ্বেগ-উৎকণ্ঠা বাংলাদেশের জনগণের মধ্যে আছে আর জনগণের দল হিসেবে জনগণের সেই উদ্বেগ-উৎকণ্ঠা বিএনপিকে স্পর্শ করবে, এটাই স্বাভাবিক।

অমিত আরও বলেন, আমরা বিশ্বাস করতে চাই যে, আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের লন্ডনে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকের পর নির্বাচন নিয়ে যে অশ্চিয়তা দেখা দিয়েছে, তা কেটে যাবে। কিন্তু আপনারা দেখছেন, যারা বাংলাদেশের ভালো চায় না, বাংলাদেশের মঙ্গল চায় না, তারা ওই বৈঠক যাতে ব্যর্থ হয়, সেই ষড়যন্ত্র করেছিল। 

তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে, বৈঠকে উভয়পক্ষ যেভাবে সম্মত হয়েছিল, সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে নেওয়ার একটি ষড়যন্ত্র চলছে।

বিএনপি’র এই নেতা বলেন, আমি বলবো ষড়যন্ত্রটা দেশের জন্য মঙ্গল হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা রাখতে চাই। তারা শুধু উপলব্দি করুক।

জনগণের বাহিরে এমন কোনো সেন্টিমেন্ট নেবেন না। যদি নেওয়া হয় তাহলে বিএনপিকে জনগণের দল হিসেবে জনগণের পক্ষেই থাকতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র সদস্য ও ইস্ট লন্ডন বিএনপি’র সাবেক সভাপতি ফখরুল ইসলাম বাদলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার জাকির হোসেন, যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি হাজি তৈমুছ আলী, তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহুজ্জামান সোহেল, ড. মুজিবুর রহমান (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), সিনিয়র সদস্য এমদাদ হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি আবেদ রাজা, সিনিয়র সদস্য শহিদুল ইসলাম মামুন, যুক্তরাজ্য যুবদল সাধারণ সম্পাদক বাবর চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন- যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও ইস্ট লন্ডন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নূরে আলম সোহেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
গোপালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
জুলাই বিপ্লবের শহীদেরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে : ধর্ম উপদেষ্টা
দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ বাংলাদেশের
টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা
জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার
পটুয়াখালীতে  জুলাই যোদ্ধাদের জন্য দোয়া  
ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজন করবে বিসিবি
নরসিংদীতে সরকারি প্রকল্পে জালিয়াতি দুই কর্মচারী আটক, অর্থ উদ্ধার
১৬ রান দূরে হৃদয়
১০