কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা: গ্রেফতার ২

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৩:২৮

ঢাকা, জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জের ধরে রকি নামে এক যুবককে হত্যার ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ। 

সোমবার সন্ধ্যায় মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বাসসকে তথ্য জানান।

গ্রেফতার দুজন হলেন, মো. আবু তালেব মেম্বার (৩৭) মো. পলাশ খাঁ (৩৩)

থানা সূত্রে জানা যায়, গত ২৩ জুন মধ্যরাতে কামরাঙ্গীরচর থানাধীন ৫৭ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় রিকশা গ্যারেজের সামনে গ্রেফতার হওয়া আসামিসহ পলাতক আবু বক্কর, দুলাল মিয়া এবং অজ্ঞাতনামা / জন মিলে পরিকল্পিতভাবে ধারালো ছুরি দিয়ে রকিকে গুরুতর জখম করে। এরপর হামলাকারীরা পালিয়ে যায়। ভিকটিমের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায়। পরে তারাই রকিকে নিয়ে ঢাকা মেডিকেলের উদ্দেশে রওনা দেন। কিন্তু পথে রকির মৃত্যু হয়। ঘটনায় রকির মা রাজিয়া বেগম বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা করেন।

থানা সূত্রে আরো জানা যায়, মামলা দায়েরের পর বিভিন্ন তথ্য বিশ্লেষণ, নিবিড় তদন্ত প্রযুক্তির সহায়তায় দুই আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গত ২২ জুন বিকেলে আসামি মেম্বার শাওন অজ্ঞাতনামা এক রিকশাওয়ালার কাছ থেকে টাকা নিয়ে যায়। ভিকটিম রকির কাছে বিষয়ে অভিযোগ করে। ওই সময় রকি রিকশাওয়ালার অভিযোগ সম্পর্কে মেম্বারের কাছে জানতে চান। এই নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে ঘটনার জেরে আসামিরা রকিকে হত্যা করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০