আবু সাঈদের কবর থেকে বাংলাদেশ বিনির্মাণের শক্তি পাই : আখতার হোসেন

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৪:২৯
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেন । ফাইল ছবি

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আবু সাঈদের সমাধি এমন এক জায়গা, যেখান থেকে বাংলাদেশ গঠনের শক্তি পাই। আবু সাঈদের কবর এমন এক জায়গা, যেখানে আমাদের শোকের সমাপ্তি ঘটে। আবু সাঈদের কবর এমন এক জায়গা, যেখান থেকে আমরা গোটা বাংলাদেশ বিনির্মাণের শক্তি পাই। 

তিনি আরো বলেন, আবু সাঈদের কবরের মাটি ছুঁয়ে শপথ করছি, যতদিন পর্যন্ত না বাংলাদেশে সামাজিক ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১ জুলাই) শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন।

আখতার বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। সেই নতুন বাংলাদেশ গড়তে অবশ্যই পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা চালিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সঙ্গে পুরনো মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, সেই দেশ গড়তে জুলাইজুড়ে ‘জুলাই পদযাত্রা’ শুরু করেছি আমরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রহসনের নির্বাচনের দায় স্বীকার করে সাবেক সিইসি নুরুল হুদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
শেরপুরে উদ্ধারকৃত পাইথন বনে অবমুক্ত 
সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ করেছে ইসি
এনবিআরের আরো পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
চট্টগ্রামে এইচএসসির ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ১০৫৯, বহিষ্কার ৩
টাঙ্গাইলে দুইটি অবৈধ সীসা কারখানা ধ্বংস 
ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হবে : পরিবেশ উপদেষ্টা
গত ২৪ ঘণ্টায় সিলেটে কারো করোনা শনাক্ত হয়নি
আইনজীবীদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে : ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন
রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার
১০