জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৫:৪০
মঙ্গলবার রাত ১২টার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যােগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালিত হয়। ছবি : বিএনপি মিডিয়া সেল

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন এবং ঐক্যবদ্ধ কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছে ।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া, বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমানউল্লাহ আমান, ছাত্রদলের সাবেক সভাপতি আসিফুজ্জামান রিপন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

রুহুল কবির রিজভী বলেন, এটি শুধু মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান নয় বরং ভবিষ্যৎ গণতন্ত্রের দিকে অগ্রযাত্রার একটি পদক্ষেপ।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার স্তম্ভ হলেও হাসিনার শাসনে এটি ছিল লুটেরাদের গ্রাম।

তিনি আরো বলেন, ‘আমরা খুব ভয়ে ভয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পার হতাম। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ১৯৫২, ১৯৬৯ সালের বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছি, যেখানে শান্তির হাওয়া বইছে।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনা বলেছিলেন, যদি তোমরা বাধা দাও তাহলে সবকিছু বন্ধ হয়ে যাবে। আমার যা আছে তা দিয়ে আমি ছাত্রদের চুপ করিয়ে দেব। এত কিছুর পরেও, হাসিনা গণতন্ত্রের জন্য ছাত্রদের সংগ্রাম থামাতে পারেননি। আজকের মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আমাদের ৩৬ দিনের কর্মসূচির শুভ উদ্বোধন হলো।’

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘হাসিনার সন্ত্রাসীদের হাতে ছাত্রদলের বহু নেতা-কর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন।’

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই সংগ্রাম বাস্তবায়ন করতে গেলে আরও বাধা আসবে। সেই বাধা অতিক্রম করতে আমরা গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব।’

জুলাই মাসের শুরুতে নেয়া এ উদ্যোগের জন্য আমানউল্লাহ আমান ছাত্রদলকে ধন্যবাদ জানান।

আমান বলেছেন ‘জুলাই আন্দোলন একদিনে হয়নি। এখানে হাজার হাজার মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন। আসাদের রক্তের বিনিময়ে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। জাতীয় নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯০-এর দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলন সফল হয়েছিল। আজ আমরা খুনি হাসিনার হাত থেকে মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি।’

শহীদ ওয়াসিম ও সাঈদের রক্ত কখনও বৃথা যাবে না মন্তব্য করে তিনি আরও বলেন, আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনা করবেন।

তিনি আরো বলেন, ‘ইনশাআল্লাহ, তারেক রহমান কিছুদিনের মধ্যেই বাংলাদেশে ফিরে আসবেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০