সাবেক এমপি শিখরের স্ত্রী সিমার প্লট ও গাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৯:৩৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : মাগুরা-১ আসনের সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের স্ত্রী সিমা রহমানের প্লট ও গাড়ি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

অপরদিকে তার নামে বিদ্যমান একটি সঞ্চয়পত্র ও দুইটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক তানজিল আহমেদ এ  তথ্য জানান।

জব্দ হওয়া সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক প্রকল্পে ৫ কাঠার একটি প্লট ও পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৫ কাঠার একটি প্লট।

আবেদনে বলা হয়েছে, আসামি সিমা রহমান তার স্বামী সাইফুজ্জামান ওরফে শিখরের সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্তধীন। তদন্তকালে আসামি সিমা রহমানের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করে বাংলাদেশের বাইরে গমন করে আত্মগোপনের সম্ভাবনা রয়েছে। মামলাটির তদন্তের স্বার্থে আসামি সিমা রহমানের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক, অবরুদ্ধকরণ একান্ত আবশ্যক। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিন্ময়সহ ৩৮ জনের বিরুদ্ধে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার অভিযোগপত্র
রাজধানীর মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুতে মামলা, কেয়ারটেকার গ্রেফতার
জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য জরুরি : তারেক রহমান
ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর বৈঠক
সাংবাদিক এহসান মাহমুদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
ঢাবির ৫৮৩ জন ছাত্রীর আপৎকালীন আর্থিক সহায়তা শুরু
ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার
টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে কাল মিয়ানমারের মুখোমুখি বাংলাদেশ
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্নকে সাময়িক বরখাস্ত করলেন আদালত
১০