বান্দরবানে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ২১:১৬ আপডেট: : ০৩ জুলাই ২০২৫, ২১:৩৪
ছবি : আইএসপিআর

ঢাকা, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  বাংলাদেশ সেনাবাহিনী আজ বৃহস্পতিবার আনুমানিক ভোর ৫টায় বান্দরবানের রুমা উপজেলার পলিপাংসা-মুলফিপাড়া এলাকায় 'কেএনএফ' এর সশস্ত্র দল (কেএনএ) এর বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করেছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এ কথা জানিয়েছে।

এতে আরও জানানো হয়, অভিযান এলাকায় তল্লাশি চলাকালে সেনা সদস্যরা সশস্ত্র সন্ত্রাসীদের দলটিকে শনাক্ত করতে সক্ষম হয়। পরিস্থিতি বিবেচনায় কেএনএফ সদস্যরা পালানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। 

এক পর্যায়ে, সেনা টহল দল ঘটনাস্থলে ইউনিফর্ম পরিহিত দুইজন সশস্ত্র কেএনএফ সদস্যের মৃতদেহ উদ্ধার করে। 

নিহত দুইজনের মধ্যে একজনের নাম পুটিং/ডলি যিনি কেএনএফ-এর নেতৃত্ব পর্যায়ের মেজর পদবির সশস্ত্র সদস্য ছিলেন। নিহত আরেকজন কেএনএফ এর সশস্ত্র শাখার সদস্য ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ৩টি সাবমেশিনগান (এসএমজি), ১টি রাইফেল, বিপুল পরিমাণ গোলাবারুদ, অস্ত্রের ম্যাগাজিন, কেএনএফ-এর ব্যবহৃত ইউনিফর্ম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে।

বিগত বছরগুলোতে কেএনএফ-এর সশস্ত্র কর্মকাণ্ডের জন্যে বম জনগোষ্ঠীর অনেক পরিবার বাস্তুচ্যুত হয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়। 

সেনাবাহিনীর অব্যাহত সফল অভিযানের কারণে নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যার প্রেক্ষিতে ইতোমধ্যে ১২৬টি পরিবার তাদের নিজ নিজ পাড়ায় ফিরে এসেছে এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রচেষ্টায় রয়েছে। সেনাবাহিনী তাদের নিরাপত্তা, আশ্রয় ও পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।

পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে এনসিপির মতবিনিময় 
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত : আলী রীয়াজ
ইসরাইলে আটক ফরাসি সংসদ সদস্যরা অনশনে
নড়াইলে গুণী শিক্ষকদের সম্মাননা
উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু
নীলফামারীতে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ৬ শতাধিক ঘরবাড়ি
বগুড়া শজিমেক হাসপাতালে আইনশৃঙ্খলা বিষয়ক সভা 
শিল্পকলায় ১৫ দিনব্যাপী উড কার্ভিং কর্মশালা শুরু
সাতক্ষীরার সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 
চট্টগ্রাম-রামগড় সীমান্তে বিজিবির ‘ছোট ফরিংগা বিওপি’ উদ্বোধন
১০