শিবলী রুবাইয়াতের ১০তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৯:৩৫
শিবলী রুবাইয়াত-উল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা, ৮ জুলাই,  ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলামের (৫৭) নামে ঢাকার সাভারে থাকা ১৫ কাঠা জমি উপর নির্মিত ১০ তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি  আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এ  তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, শিবলী রুবাইয়াত-উল ইসলামের বিরুদ্ধে ভুয়া পণ্য রপ্তানি দেখিয়ে এবং কর্তব্য অবহেলা ও পরস্পর যোগসাজশে নিজের বা অন্য কারও অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে ৩ লাখ ৬১ হাজার ডলার বাংলাদেশে এনেছেন। এরপর ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামায় দেখিয়ে আসামি শিবলী রুবাইয়াত উল-ইসলাম ঘুষের প্রায় ২ লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার গ্রহণ করার মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর ও রূপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছে। সেজন্য তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। আসামি শিবলী রুবাইয়াতের পারিবারিক ব্যয় ঘোষণা দিয়ে বিপুল অর্থ পরবর্তীতে ঘর ভাড়ার অগ্রিম হিসাবে প্রাপ্তি দেখিয়ে এবং উক্ত অর্থ দিয়ে সম্পত্তি তৈরি করার বিষয়টি জানা গেছে। সেজন্য তার স্থাবর সম্পদ ক্রোক করা একান্ত প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু সদস্য রাফিয়ার বাসায় বোমা নিক্ষেপের ঘটনায় জামায়াতের মহিলা বিভাগের প্রতিবাদ
তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ
ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক প্রকাশ শিবিরের
লালমনিরহাটে ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে : আসিফ আকবর
নারায়ণগঞ্জে ভূমিকম্পে এক শিশুর মৃত্যু
বৈষম্য দূর করে জনগণের অধিকার বাস্তবায়নে কাজ করছে এনসিপি : আল আমিন
সশস্ত্রবাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত আমিরের অংশগ্রহণ
আধুনিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই : মনিরুল হক চৌধুরী
রাবিতে অনুষ্ঠিত হলো ১৬শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
রাজশাহী রেঞ্জে বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট-২’ : গ্রেফতার ৬৪
১০