শিবলী রুবাইয়াতের ১০তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৯:৩৫
শিবলী রুবাইয়াত-উল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা, ৮ জুলাই,  ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলামের (৫৭) নামে ঢাকার সাভারে থাকা ১৫ কাঠা জমি উপর নির্মিত ১০ তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি  আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এ  তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, শিবলী রুবাইয়াত-উল ইসলামের বিরুদ্ধে ভুয়া পণ্য রপ্তানি দেখিয়ে এবং কর্তব্য অবহেলা ও পরস্পর যোগসাজশে নিজের বা অন্য কারও অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে ৩ লাখ ৬১ হাজার ডলার বাংলাদেশে এনেছেন। এরপর ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামায় দেখিয়ে আসামি শিবলী রুবাইয়াত উল-ইসলাম ঘুষের প্রায় ২ লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার গ্রহণ করার মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর ও রূপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছে। সেজন্য তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। আসামি শিবলী রুবাইয়াতের পারিবারিক ব্যয় ঘোষণা দিয়ে বিপুল অর্থ পরবর্তীতে ঘর ভাড়ার অগ্রিম হিসাবে প্রাপ্তি দেখিয়ে এবং উক্ত অর্থ দিয়ে সম্পত্তি তৈরি করার বিষয়টি জানা গেছে। সেজন্য তার স্থাবর সম্পদ ক্রোক করা একান্ত প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত
এগ্রিকালচারিষ্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কমিটি ঘোষণা
টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজ
টাঙ্গাইলে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
১০